সল্টলেকের বইমেলা প্রাঙ্গণ শুরু হচ্ছে বইমেলা
The book fair is starting at the Salt Lake Book Fair premises

The Truth Of Bengal : আগামী ১৮ ই জানুয়ারি থেকে ৩১ শে জানুয়ারি সল্টলেকের বইমেলা প্রাঙ্গণ শুরু হচ্ছে বইমেলা| ২৬ শে ডিসেম্বর থেকে তার প্রস্তুতি কাজ শুরু হচ্ছে। আজ মেলা ভাঙ্গন পরিদর্শনে আসেন ত্রিদীপ চট্টোপাধ্যায়, সুদীপ্ত দে, রাজু বর্মন সহ ফায়ার ব্রিগেড, কেএমডিএ এবং ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের প্রতিনিধিরা।
এ বছরের থিম ইউনাইটেড কিংডম| লন্ডন থেকে ৬ জন প্রথম সারি লেখক এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বিগত বছরের থেকে এ বছরে স্টলের সংখ্যা অনেকটাই বাড়ছে, এর সংখ্যা হাজার ছাড়িয়ে যাবে। ২৪ শে জানুয়ারি সিনিয়র সিটিজেন লেখকদের সম্বর্ধনা যাপন করা হবে। ৪৬তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা আগামী ১৮ ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে।
মেলার থিম দেশ ইউনাইটেড কিংডম। লন্ডন থেকে ৬ জন প্রথম সারি লেখক বইমেলায় অংশগ্রহণ করবেন। স্টলের সংখ্যা বিগত বছরের তুলনায় অনেকটাই বাড়ছে। ২৪ শে জানুয়ারি সিনিয়র সিটিজেন লেখকদের সম্বর্ধনা দেওয়া হবে।
FREE ACCESS