
Truth Of Bengal: বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন। আর তারআগেই বঙ্গ বিজেপিতে বড়সড় ধাক্কা। শুভেন্দুর গড়েই বিজেপিতে ধরল ভাঙন। সোমবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। এদিন তৃণমূল ভবনে গিয়ে তিনি আনুষ্ঠানিক ভাবে শাসক শিবিরে যোগ দিলেন। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।
কেন বিজেপিকে ত্যাগ করলেন হলদিয়ার বিধায়ক? এই নিয়ে এদিন তৃণমূলে যোগদান করে তাপসী মণ্ডল জানান, ‘ এখন বিভাজনের রাজনীতি চলছে। আর মানুষ সেটা প্রত্যাখ্যান করছে। এটা আমার পক্ষে মেনে নেওয়া কঠিনতর হয়ে উঠেছিলো। একাধিকবার প্রতিবাদ করেছিলাম কিন্তু কোন লাভ হয়নি।‘
সেইসঙ্গে এদিন তৃণমূলে যোগ দেওয়ার কারণ হিসাবে তাপসী হলদিয়ার উন্নয়নের কথাও উল্লেখ করেন। বলা বাহুল্য, সোমবার সকালে বিধানসভা অধিবেশনে যোগ দিয়েছিলেন তাপসী। ওখান থেকে বেরিয়ে দুপুর নাগাদ তাপসী বাইপাসের ধারে তৃণমূল ভবনে চলে আসেন। আর সেখানেই ঘাসফুলের পতাকা হাতে তুলে নেন বিজেপি বিধায়ক।
উল্লেখ্য, তাপসী শুভেন্দুর নেতৃত্বাধীন পরিষদীয় দলের সদস্য। শুধু তাই নয় তিনি শুভেন্দুর নিজের জেলার নেত্রী এবং বিধায়ক। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তাপসী হলদিয়া থেকে বিজেপির টিকিটে লড়াই করে জয়ী হয়েছিলেন। তাই ২০২৬ সালে বিধানসভা নির্বাচনের আগে তাপসীর বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া বিশেষ গুরুত্ব সহকারে দেখছে রাজনৈতিক মহল।