
Truth Of Bengal: রাজ্যের ১২ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত মামলার একটি মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট। অনেক দিন ধরেই শীর্ষ আদালতে ওবিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত মামলা চলছে। আর এর মাঝে জানুয়ারি মাসের ৬ তারিখে ওবিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত দায়ের হওয়া একটি মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট। এর সঙ্গে ৩১ জানুয়ারি শুক্রবার বিচারপতি বিআর গভৈ ও বিচারপতি অগাস্টিন জর্জ মসি্হের বেঞ্চ ওই মামলার বিষয়ে জানায়, কলকাতা হাই কোর্ট ওবিসি শংসাপত্র বাতিল নিয়ে যে রায় দিয়েছে, তাতে হস্তক্ষেপ করা হবে না।
প্রসঙ্গত, ২০২৪-সালে ২২-এ মে বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে রাজ্যের প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়। সেদিন হাই কোর্ট জানায়, ২০১০ সালের পর নিয়ম মেনে ওই সকল সার্টিফিকেট তৈরি করা হয়নি। এরপর সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। পরে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কমিশনও রায়কে চ্যালেঞ্জ করে। শীর্ষ আদালতে সেই মামলার শুনানি চলছে। চলতি মাসের ১৮ তারিখ এর পরবর্তী শুনানি। বিচারপতি গভৈয়ের বেঞ্চেই তার শুনানি রয়েছে। আর এই মধ্যে জানুয়ারিতে দায়ের হওয়া নতুন মামলা খারিজ করল শীর্ষ আদালত।