নাবালিকা পড়ুয়ার ‘বিয়ে রুখে’ দিয়ে সাহসিকতার পরিচয় তিন ছাত্রীর,পড়ুয়াদের সম্মানিত কন্যাশ্রী দিবসে’ কলকাতার ‘ধনধান্য অডিটোরিয়ামে’
Students of South Bankura honored at 'Dhandhanya Auditorium' in Kolkata on 'World Kanyashree Day'

Truth of Bengal: এক নাবালিকা পড়ুয়ার ‘বিয়ে রুখে’ দিয়ে সাহসিকতার পুরস্কার পেয়েছে জঙ্গলমহলের তিন ছাত্রী। ‘বিশ্ব কন্যাশ্রী দিবসে’ কলকাতার ‘ধনধান্য অডিটোরিয়ামে’ দক্ষিণ বাঁকুড়ার পড়ুয়াদের সম্মানিত করা হয়। রাজ্য স্তরের পুরস্কার পেয়েছে রাইপুরের পায়রাগুড়ি উচ্চ বিদ্যালয়ের তিন ছাত্রী অনুপমা হেমব্রম, পূরবী হেমব্রম ও অঞ্জলী মুর্মু। আগামীদিনে তাঁরা নারীদের সম্মান রক্ষার কাজে ঝাঁপাতে চান।
কন্যাশ্রী,..বাংলার সরকারের নারীশিক্ষার ইতিহাসে নিশঃব্দ বিপ্লব ঘটিয়েছে।রাজ্য সরকারের প্রকল্প,বাংলার উন্নয়নও অগ্রগতির চাকাকে সচল করছে। তার মাঝে জঙ্গলমহলে নাবালিকাদের বিয়ের মতো নেতিবাচক ঘটনা রুখে দিয়ে ইতিহাস গড়েন ৩পড়ুয়া। রাইপুরের পায়রাগুড়ি উচ্চ বিদ্যালয়ের তিন ছাত্রী অনুপমা হেমব্রম, পূরবী হেমব্রম ও অঞ্জলী মুর্মু সমাজে আলোর দিশা দেখান।যে শিক্ষা তাঁরা শিক্ষাঙ্গনে পেয়েছেন,তাই সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য দীক্ষা নিয়েছেন।
অল্পবয়সে বিয়ে কত ক্ষতিকারক তা অভিভাবকদের কাছে তুলে ধরার পাশাপাশি বাল্য বিবাহ রুখতে এই ৩কন্যা সার্থক ভূমিকা নেন। বাল্যবিবাহ রোধ করার পাশাপাশি বিষয়টি প্রশাসনের নজরে এনে সমাজের ব্যধি দূর করার সঙ্কল্প নেয় জঙ্গলমহলের পড়ুয়ারা।কন্যাশ্রী দিবসে তাদের ইচ্ছাশক্তিও ইতিবাচক ভাবনাকে সম্মান জানায় রাজ্য সরকার।ধনধান্য স্টেডিয়ামে তাঁরা সংবর্ধনা পান।এখন স্কুলও তাঁদের কাজ দেখে সাধুবাদ জানাচ্ছে।
কন্যাশ্রী ক্লাবের তিন ছাত্রীর কাছে ফেব্রুয়ারী মাসে খবর আসে অভিভাবকদের তরফে এক নাবালিকা ছাত্রীর বিয়ের আয়োজন শুরু হয়েছে। কিন্তু বিয়েতে মত নেই ওই নাবালিকা ছাত্রীর। বিষয়টি নিয়ে খোঁজ খবর নেওয়ার পাশাপাশি স্কুল কর্তৃপক্ষ ও কন্যাশ্রী ক্লাবকেও তা জানানো হয়। পরে ওই তিন কন্যাশ্রী ছাত্রী সংশ্লিষ্ট নাবালিকা ছাত্রীর পরিবারের লোকেদের সঙ্গে কথা বলে।
কম বয়সে বিয়ে দিলে কি সমস্যা হতে পারে তা জানায়, এমনকি আইনগত বাধার দিকটিও তাঁদের সামনে তুলে ধরে। এই অবস্থায় পিছু হঠতে বাধ্য হন ওই ছাত্রীর অভিভাবকেরা। ওই নাবালিকা ছাত্রী বিয়ে বন্ধ রেখে ফের পড়াশুনা শুরু করেছে বলেই জানা গিয়েছে।তাই সমাজবদলের ভাবনাকে সার্থক করার পণ করে ৩কন্যাশ্রী তাক লাগিয়ে দিচ্ছেন।নাবালিকার বিয়ে রুখতে পেরে খুশি তিন কণ্যাশ্রীও। বিয়ে নয়, ফের তাকে পড়াশুনার জগতে ফিরিয়ে আনাই তাদের কাছে ছিল মূল চ্যালেঞ্জ, আর তাতে তারা সফল বলেই জানিয়েছে।