
The Truth of Bengal: ময়লা ফেলাকে কেন্দ্র করে শুরু হয়েছিল অশান্তি। আর সেই অশান্তি আরও উত্তপ্ত হয়ে উঠল গুলির শব্দে। ঘটনাটি ঘটেছে কসবার বৈকুণ্ঠঘোষ রোডে। এই গটনায় এক অভিযুক্ত গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম সৌমিত মণ্ডল।
পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার রাতে স্থানীয় একটি ক্লাবের সামনে আবর্জনা ফেলতে গিয়েছিল সৌমিত। সেই সময় স্থানীয়রা তাঁকে ওই জায়গায় ময়লা পেলতে বারণ করেন। সেই সময় সৌমিত ফিরে যায়, কিন্তু ফের ওই জায়গায় ফিরে এসে নিজের দাপট দেখাতে শুরু করে। পিস্তল বের করে শূন্যে দু রাউন্ড গুলি চালায় সে। সৌমিতের এই ঘটনার পরেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনাও ছড়ায়।
স্থানীয় সূত্রের খবর, পুলিশকে খবর দেওয়ার পরেই, তড়িঘড়ি ব্যবস্থা নেয় পুলিশ। রাতেই গ্রেফতার করা হয় সৌমিতকে। তাঁর কাছ থেকে একটি মোটরবাইক উদ্ধার করা হয়েছে। সেই বাইকে পুলিশ ও প্রেস দুটি স্টিকার লাগানো ছিল। পুলিশ প্রাথমিক তদন্তে জেনেছে, ওই পিস্তলটি তার বাবা, সেটি নিয়ে, সে এলাকায় গিয়ে দাপট দেখায়। ধৃতের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। পিস্তলটিকেও বাজেয়াপ্ত করেছে পুলিশ।