রবিবার পর্যন্ত চলবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, সঙ্গে কী কালবৈশাখী !
Rain with lightning will continue until Sunday, with what Kalbaisakhi!

The Truth Of Bengal: মার্চে তাপমাত্রার পারদ হবে আরো ঊর্ধ্বমুখী। তবে উত্তরবঙ্গে চলতে পারে বৃষ্টিপাত। গত কয়েকদিন ধরেই বৃষ্টিপাতের থেকে তাপমাত্রার পারদ অনেকটাই নিম্নমুখী। তবে এবার ধীরে ধীরে বাড়বে গরমের দাবদাহ।
আলিপুর আবহাওয়া দফতর সূত্র খবর, বৃহস্পতিবার মহানগরের আকাশ আংশিক মেঘলা থাকবে। বেলা যত বাড়তে থাকবে তাপমাত্রা কত ঊর্ধ্বমুখী হবে। গুড মর্নিং দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। চলতি সপ্তাহে ৩৬° ছুঁতে পারে কলকাতার পারদ। তবে সপ্তাহের শেষ দিনে কলকাতা তে বাড়বে বৃষ্টির সম্ভাবনা। দমকা ঝড় ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃতভাবে একটু বেশি। এদিকে কোচবিহার, জলপাইগুড়ি, মালদা ও দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া ও বইতে পারে।
এদিকে দক্ষিণবঙ্গে আগামী শনিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী দুই থেকে তিন দিন সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি হতে পারে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতার সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।