কলকাতা

ফের বৃষ্টির ভ্রুকুটি উত্তরে, দক্ষিণে নেই বৃষ্টির পূর্বাভাস

Rain looms again in the north, no rain forecast in the south

Truth Of Bengal : আবারও বৃষ্টির পূর্বাভাসের কথা জানালো আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি হতে পারে উত্তরের বিভিন্ন জেলাতে। দার্জিলিং কালিম্পং সহ পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা চলতি সপ্তাহে। তবে উত্তরে বৃষ্টির সম্ভাবনা হলেও দক্ষিণে নেই কোন বৃষ্টির সম্ভাবনা।

চলতি সপ্তাহেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উত্তরের ৩ জেলাতে। বুধবার এই কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। সপ্তাহ জুড়ে রাজ্যে পারদের ওঠা নামা চলবে। এখনই আবহাওয়ার বড়সড় কোন পরিবর্তনের সম্ভাবনা নেই।

জানা যাচ্ছে মঙ্গলবারের তুলনায় বুধবারের তাপমাত্রা খানিকটা কম থাকবে। বুধবার ভোরের দিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি বেশি। দিনের বেলা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। হাওয়া অফিস জানিয়েছে আগামী দুদিনের মধ্যে তাপমাত্রা কিছুটা কমলেও দু দিনের পর থেকেই ফের ঊর্ধ্বমুখী হবে পারদ।

গত সপ্তাহে উত্তরের বেশ কিছু জেলায় বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে। এই সপ্তাহ বৃষ্টি থেকে রেহাই পাবে না উত্তরবঙ্গ। বুধবার থেকেই উত্তর বঙ্গের আবহাওয়ার ফের বদল ঘটার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। এই বৃষ্টির সিলসিলা জারি থাকবে পরের সপ্তাহ পর্যন্ত। বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পঙে। কোথাও কোথাও বজ্রবিদ্যুত সহ বৃষ্টি পাতের সম্ভাবনা রয়েছে। শুক্র ও শনিবার বৃষ্টি হতে পারে উত্তরের একাধিক জেলায়।  দার্জিলিং, জলপাইগু়ড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা। তবে দক্ষিণে নেই বৃষ্টির সম্ভাবনা। আপাতত মনোরম আবহাওয়া বিরাজ করবে দক্ষিণের জেলাগুলিতে।

Related Articles