হেডফোনের ছেঁড়া তারের সূত্র ধরে আরজিকর কাণ্ডে দিশা পেল পুলিশ, গ্রেফতার এক সন্দেহভাজন
On the basis of the torn cable of the headphones, the police got a clue in the R.G.Kar case, a suspect was arrested.

The Truth Of Bengal: শুক্রবার থেকে যথারীতি উত্তাল হয়ে রয়েছে আরজিকর হাসপাতাল। বৃহস্পতিবার রাতে কর্তব্যরত চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষের মহিলা ডাক্তারের নিথর দেহ হাসপাতালে সেমিনার রুম থেকে উদ্ধার করা হয়। তার শরীরে একাধিক আঘাতিক চিহ্ন ও তার পরনের কাপড় ছেড়া ছিল।
এই ঘটনা ২৪ ঘণ্টার মধ্যে আরজিকর কাণ্ডে কিনারা করল পুলিশ। এই ঘটনায় কলকাতা পুলিশে তরফ থেকে স্পেশাল ইনভেস্টিগেশন টিম অর্থাৎ সিট গঠন করা হয়েছে। আরজিকর কাণ্ডে এক সন্দেহজনক কে গ্রেফতার করেন পুলিশ। সৃতের নাম সঞ্জয় রায়। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে সঞ্জয় রায় কে রাত্রে ২: ৪৫ নাগাদ ১১ নম্বর লিফটে দেখা যায়। এমনকি পুলিশের তরফ থেকে আরো জানানো হয়েছে সঞ্জয় রায় হাসপাতালে কোন কর্মী ছিলেন না।
। তিনি বহিরাগত ছিলেন। অভিযুক্ত কলকাতা পুলিশের একজন সিভিক ভলেন্টিয়ার। তবে বিভিন্ন কাজের জন্য প্রতিদিন হাসপাতালে ভেতরে অবাধে যাতায়াত ছিল ধৃতদের। উল্লেখ্য, মৃত পড়ুয়ার দেহ যে সেমিনার রুমে পাওয়া গিয়েছিল তার পাশেই পড়েছিল একটি ব্লুটুথ হেডফোন। সেই হেডফোন টি যে ধৃতের তা তার হেডফোনের নাম দেখে চিহ্নিত করা হয়।এমনকি সিসিটিভি ফুটেছে ধৃত সঞ্জয় কে দেখা গিয়েছিল। সেই সূত্র ধরে তাঁকে গ্রেফতার করে পুলিশ।