আচমকা স্কুল বন্ধের নোটিস কর্তৃপক্ষের, বিশ বাঁও জলে পড়ুয়াদের ভবিষ্যৎ
Notice of school closure

The Truth of Bengal: দীর্ঘ ১৬ বছর ধরে চলছিল একটি স্কুল, পুজোর মুখে, আচমকাই স্কুলটিকে বন্ধ করার নোটিস দেওয়া হয়। আর এতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকেরা। এই চিত্র ধরা পড়েছে, বিরাটি খোলসা কোটা পল্লী সূর্যোদয় স্কুলে।
স্থানীয় সূত্রের খবর, এই স্কুলে প্রধান শাখা রয়েছে সন্তোষপুরে। আর একটি শাখা রয়েছে বিরাটিতে। দীর্ঘ ১৬ বছর ধরে চলছে স্কুলটি, স্কুল কর্তৃপক্ষের দাবি, তারা আর স্কুলটিকে চালাতে পারছে না। কর্তৃপক্ষের দাবি, তাদের মাধ্যমিকের অ্যাফিলিয়েশন নেই। ফলত স্কুলটিকে বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। যদিও স্থানীয়দের প্রশ্ন, এতোদিন ধরে স্কুলটি চলছিল, বহু পড়ুয়া এখান থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, পাসও করেছে, এখন কী এমন হল যে স্কুল বন্ধ করে দিতে হচ্ছে! স্কুল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের ফলে, প্রায় ৩০০ পড়ুয়ার ভবিষ্যত অন্ধকারে যেতে বসেছে।
স্থানীয়দের দাবি, অবিলম্বে স্কুল চালু করতে হবে। কারণ এভাবে এতোগুলো পড়ুয়ার ভবিষ্যত নষ্ট করতে পারে না। স্কুল চালুর দাবিতে মঙ্গলবার স্কুলের সামনেই অভিভবাকরা বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, যাঁরা এখন পড়ছে, স্কুলে ভর্তি হয়েছে, তারা যতদিন না মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, ততদিন পর্যন্ত স্কুল বন্ধ করা যাবে না।