কলকাতা

ফুটপাথ পথচারীদের কাছে ফেরাতে উদ্যোগী উত্তর দমদম পুরসভা

North Dum Dum Municipality

The Truth of Bengal: ফুটপাথ পথচারীদের অধিকার। কিন্তু কয়েক দশক আগেই এই আপ্তবাক্য হারিয়ে গিয়েছিল। এবার সেই ছবিটা বদলাতেই নতুন পদক্ষেপ শুরু করল উত্তর দমদম পুরসভার। সূত্রের খবর, বেহাল ফুটপাথ যেমন দ্রুত সংস্কারের পদক্ষেপ করা হচ্ছে, তেমনই জবরদখল সরিয়ে সাধারণ পথচারীদের চলার উপযোগীও করে তুলতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কলকাতার অধিকাংশ রাস্তার দিকে তাকালে একটা প্রশ্নই মনে ভাসে, ফুটপাথ তুমি কার? শহর কলকাতার ফুটপাথ সাধারণ পথচারীদের জন্য হলেও, ক্রমেই তা বেদখল হয়ে গিয়েছে।

কিছু জায়গায় দেখা যায়, বহু দোকান পাট ফুটপাথ ছাড়িয়ে রাস্তার একাংশও দখল করে নিয়েছে। এর ফলেই পথচারীদের জীবনের ঝুঁকিয়ে পথ চলতে হয় মূল রাস্তায়। ফলত বিপদের ঝুঁকি থাকে প্রতি পদে। সম্প্রতি বেহালায় পথদুর্ঘটনায় শিশুমৃত্যুর পর, নড়ে চড়ে বসে কলকাতা পুরসভা। ফুটপাথ থেকে সরিয়ে দেওয়া হয় একাধিক দোকান, ভেঙে ফেলা হয় বেশ কিছু কাঠামো। এবার সেই পথেই হাঁটতে চলেছে, উত্তর দমদম পুরসভা। সূত্রের খবর, উত্তর দমদমের এম বি রোডের অবস্থা কয়েক বছর ধরেই বেহাল ছিল। সেই রাস্তা যেমন মেরামতি করা হয়েছে, তেমনই দু’ধারে ফুটপাতও নতুন করে তৈরি করা হয়েছে। রেলিং বসানোর কাজও প্রায় শেষ পর্যায়ে।

কিন্তু ফুটপাথ তৈরির কাজ সম্পূর্ণ হওয়ার আগেই বেহাত হতে বসেছে। অভিযোগ উঠেছে, ফুটপাথ দখল করে বসছে দোকান। কোথাও আবার জিনিসপত্র ঢাঁই করে রাখা হচ্ছে। ফলত, ধীরে ধীরে পুরনো ছবিটাই বহাল হচ্ছে, পথচারীদের পথ চলতে হচ্ছে রাস্তায় নেমে। পুরসভা সূত্রে জানানো হয়েছে, ফুটপাথ দিয়ে যাতে পথচারীরা সুষ্ঠু ভাবে চলাচল করতে পারে, তার ব্যবস্থা করা হচ্ছে। যাঁরা ফুটপাথে দোকান-বাজার চালাচ্ছেন, তাঁদের সঙ্গেও কথা বলা হচ্ছে। পুরসভা সূত্রের খবর, তাঁদের জন্য ইতিমধ্যে একটি স্থায়ী বাজার তৈরি করা হয়েছে। সেখানে ফুটপাথের দোকানদারদে স্থানান্তর করা যায় কি না, সে বিষয়ে আলোচনা চলছে।

 

Related Articles