কলকাতা

বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশে কোনরকম স্থগিতাদেশ নয়, আবেদন খারিজ বিচারপতি সিনহার এজলাসে

No stay order to demolish illegal construction,the petition was dismissed in the bench of Justice Sinha.

The Truth Of Bengal: এবার বেআইনিভাবে নির্মাণের বিষয়ে কড়া আদালত। বেআইনিভাবে তৈরি হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে বাড়ি ভাঙার নির্দেশের উপর কোনও স্থগিতাদেশ নয়। মঙ্গলবার এক মামলার শুনানি চলাকালীন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এদিন বিচারপতি সিনহা বলেন, ‘বাড়ি ভাঙার নির্দেশ সংক্রান্ত কোন মামলাই শুনব না, যে আদালতই নির্দেশ দিক সেটাই থাকবে’। বিচারপতি আরও বলেন, ‘আগে মানুষের জীবন সুরক্ষিত হোক, আদালত এই ধরনের মামলায় কোনও হস্তক্ষেপ করবে না।’ বিচারপতির মন্তব্য, বাড়ি ‘ভাঙার নির্দেশের বিরুদ্ধে কোনও মামলার অনুমতি নয়।’ এদিন বিচারপতি সিনহার এজলাসে এই সংক্রান্তু তিনটি মামলার আবেদন করেন আইনজীবীরা। কিন্তু তিনটি মামলাই গ্রহণ করেননি বিচারপতি।

প্রশাসন সূত্রে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, গার্ডেনরিচের ঘটনায় আহত হয়েছেন ১২ জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসএসকেএমে ভর্তি রয়েছেন তিন জন। গার্ডেনরিচে ভর্তি রয়েছেন ৯ জন। আহত হয়েছেন আরও অনেকেই। রাজ্যের তরফে আর্থিক সাহায্যেরও ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে মেয়র ফিরহাদ হাকিম গার্ডেনরিচে বিল্ডিংটি বেআইনিভাবে তৈরি করা হচ্ছিল বলে জানিয়ে দিয়েছেন । আর সেক্ষেত্রে পুলিশকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। ঘটনায় ইতিমধ্যেই বেআইনি ওই বিল্ডিংয়ের প্রমোটারকে গ্রেফতার করেছে পুলিশ।

Related Articles