কলকাতারাজ্যের খবর

পুলিশের এস আই পদমর্যাদার অফিসারদের নয়া দায়িত্ব? প্রথম বৈঠক নবান্নে

New responsibilities for SI rank police officers? First meeting in Nabanna

Truth Of Bengal: জয় চক্রবর্তী: সশস্ত্র পুলিশ ব্যাটেলিয়ানের সাব-ইন্সপেক্টর পদমর্যাদার অফিসাররা তদন্ত করতে পারবেন, এমন উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। তার প্রথম বৈঠক বৃহস্পতিবার রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন নবান্ন তে হয়েছে। এতদিন পর্যন্ত সশস্ত্র পুলিশ ব্যাটালিয়নের এসআই-রা কোন কেসের তদন্ত করতে পারতেন না।

তাদের দিয়ে তদন্ত করানোর বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই রাজ্য সরকারের উচ্চপদস্থ অফিসাররা আলোচনা করছিলেন। এই ক্ষমতা সেই পদমর্যাদার পুলিশকর্মীদের দেওয়া হলে কি সুবিধে বা অসুবিধে আছে তা নিয়েই নবান্নতে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ বৈঠক হয়। প্রাথমিক বৈঠকের রিপোর্ট রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে দেওয়া হবে বলে নবান্ন সূত্রে খবর।

Related Articles