কলকাতা
বাড়ির দলিলের সার্টিফাইড কপির জন্য নতুন সিদ্ধান্ত নবান্ন’র
New decision by Nabanna for certified copies of house documents

Truth Of Bengal: জয় চক্রবর্তী: এবার থেকে বাড়ির বা জমির দলিলের সার্টিফাইড কপি, হাতে না দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শুধুমাত্র অনলাইনেই সার্টিফাইড কপি পাওয়া যাবে। মূলত দালাল রাজ ঠেকাতে এই ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। ১৯৮৫ সাল পর্যন্ত জমি ও বাড়ির দলিলের সার্টিফাইড কপি অনলাইনেই পাওয়া যাবে। নবান্ন সূত্রে খবর, এই ধরনের সার্টিফাইড কপি হাতে পেতে বেশ কিছু টাকা দালালদের দিতে হতো বলে অভিযোগ। সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখার পর নয়া সিদ্ধান্ত নিল নবান্ন।