কলকাতা

একশো দিনের কাজের মজুরি দিতে কমিটি গড়ল নবান্ন,ফেব্রুয়ারির শেষ সপ্তাহেই বকেয়া টাকা দেবে রাজ্য

Nabanna formed a committee to pay wages for one hundred days of work

The Truth of bengal: একশো দিনের কাজে মজুরি দিতে চলেছে রাজ্য সরকার। টাকা বন্টনের প্রক্রিয়ার উপর নজর রাখতে কমিটি গঠন। ৮ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গড়ার সিদ্ধান্ত নিল নবান্ন।ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকেই বকেয়া টাকা দিতে চলেছে রাজ্য। ইতিমধ্যেই তা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিলি বন্টনের প্রক্রিয়ার উপর নজর রাখতে ৮ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গড়ার সিদ্ধান্ত নিল নবান্ন।

কমিটির মাথায় রাখা হয়েছে রাজ্যের পঞ্চায়েত সচিবকে। ইতিমধ্যেই ১০০ দিনের কাজের বকেয়া টাকা দেওয়া নিয়ে কি কি গাইডলাইন মানতে হবে, তার জন্য বিভিন্ন জেলাগুলিকে একটি গাইডলাইন দেওয়া হয়েছে। যেখানে ১০০ দিনের কাজের বকেয়া টাকা রাজ্য সরকার দিচ্ছে তার প্রচার কর্মসূচি কীভাবে চালাতে হবে, তার গাইডলাইনও দিয়ে দেওয়া হয়েছে।

২৪ লক্ষ ৫০ হাজার শ্রমিককে ১০০ দিনের কাজের বকেয়া টাকা দেবে রাজ্য। এই টাকা দেওয়ার প্রক্রিয়ার উপর যাতে নজরদারি করা হয় তার জন্যই এই কমিটি গড়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। অন্যদিকে দিল্লিতে বকেয়া বরাদ্দ নিয়ে আধিকারিক পর্যায়ে দ্বিতীয় বৈঠক ডেকেছে কেন্দ্র। এদিনই সেই বৈঠকে যোগ দেবেন রাজ্যের কয়েকজন সচিব পর্যায়ের আধিকারিকরা।

Related Articles