কলকাতা

শৃঙ্খলা ভঙ্গের অপরাধে শোকজ বিধায়ক হুমায়ুন কবিরকে

MLA Humayun Kabir booked for breach of discipline

Truth Of Bengal: শৃঙ্খলা নিয়ে কড়া বার্তা তৃণমূলের। রেয়াত করা হবেনা কাউকেই। সেই পথে হেঁটেই এবার শৃঙ্খলা ভঙ্গের অপরাধে শোকজ করা হল বিধায়ক হুমায়ুন কবিরকে। শোকজ করল শৃঙ্খলা রক্ষা কমিটি। বিধানসভায় কমিটির আলোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

বুধবার বিধানসভায় উপস্থিত হয়ে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর জানালেন, শোকজ়ের কথা তিনি সেখানেই প্রথম শুনেছেন। তিনি বলেন, “আমাকে শোকজ় করা হয়েছে শুনেছি, তবে এখনও চিঠি হাতে পাইনি। যদি আমার কথায় দল অস্বস্তিতে পড়ে, আমি তার উপযুক্ত জবাব দেব।”

সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে স্পষ্ট বার্তা দিয়েছিলেন, তৃণমূল নেতারা দল নিয়ে প্রকাশ্যে যা ইচ্ছা তাই বলতে পারবেন না। দলীয় শৃঙ্খলা ভাঙলে প্রথমে শোকজ় করা হবে এবং তিনবারের বেশি ক্ষেত্রে তা অব্যাহত থাকলে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হবে।

এই নিয়ে হুমায়ুন কবীর সংবাদমাধ্যমের সামনে জানান, যথাসময়ে দলকে জবাব দেব। তিনি আরো বলেন, হুমায়ুন কবীরকে পরীক্ষা দেওয়ার কিছু নেই। নিজের পায়ে দাঁড়িয়ে রাজনীতি করবো। রাজনীতির ময়দানে কাউকে ভয় করি না। দলকে যা জানানোর যথাসময়ে জানাবো। তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তা দল তদন্ত করে দেখুক, এ কথাও বলেন তিনি।

হুমায়ুন কবীরের রাজনৈতিক জীবন বারবার দল পরিবর্তনের সাক্ষী। একসময় কংগ্রেসের অধীর চৌধুরীর ঘনিষ্ঠ ছিলেন। ২০১১ সালে কংগ্রেসের টিকিটে রেজিনগর থেকে বিধায়ক হন। পরে ২০১৩ সালে তৃণমূলে যোগ দিয়ে প্রতিমন্ত্রীর পদ পান। কিন্তু ২০১৫ সালে অভিষেক বন্দ্যোপাধায় সম্পর্কে বিরূপ মন্তব্যের জন্য তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।

এরপর তিনি নির্দল প্রার্থী হিসেবে রেজিনগরে লড়াই করেন এবং তৃণমূল প্রার্থীকে তৃতীয় স্থানে পাঠান। বিজেপিতেও যোগ দেন এবং ২০১৯ সালে বহরমপুরে প্রার্থী হন। কিন্তু জয় পাননি। ২০২১ সালে ফের তৃণমূলে ফিরে ভরতপুর থেকে বিধায়ক নির্বাচিত হন।

হুমায়ুনের সাম্প্রতিক মন্তব্য নিয়ে দল বিভ্রান্তিতে পড়েছে। তৃণমূলের একাংশ মনে করে, তাঁর মন্তব্য দলের শৃঙ্খলার সঙ্গে খাপ খায় না। শোকজ় নোটিসের জবাবের ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। মমতার কড়া নির্দেশনার আলোকে এটি তৃণমূলের শৃঙ্খলা রক্ষার প্রথম বড় পরীক্ষা।

Related Articles