
The Truth Of Bengal: সরস্বতী পুজোর আগে বাজারদর কিছুটা চড়া। দাম বাড়লেও পুজোয় কোনও খামতি রাখছেন না পুজোর আয়োজকরা। সরস্বতী বন্দনার জন্য সকাল সকাল শহরের বাজারে পৌঁছে যান ক্রেতারা।
মাঘের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে মা সরস্বতীর বন্দনা। মণ্ডপে- মণ্ডপে সরস্বতী মূর্তি এনে চলবে পুজোপাঠ। বিদ্যার দেবীর কাছে ভক্তসমাজ আরাধনা করবেন মন্ত্রোচ্চারণ করে..সরস্বতি মহাভাগে বিদ্যে কমললোচনে, বিদ্যারূপে বিশালাক্ষি বিদ্যাং দেহি নমোহস্তু তে।বাড়ির মতোই শিক্ষাঙ্গনেও সরস্বতী পুজোর চল রয়েছে।বুধবার সেই পুজোপাঠ হবে।তার আগে বাজার থেকে ফলমূল কিনছেন পুজোর আয়োজকরা।দেখা যাচ্ছে ফল-ফুল সহ নানা সামগ্রীর দাম বেশ চড়া।সেখানে কেনাকাটার ব্যস্ততার ছবি দেখা যায়।জেনজেডও রকমারী সামগ্রী কিনে দেবী আরাধনায় কোনও খামতি রাখতে চায় না।
- কুল -৮০-১০০ টাকা
- আপেল -১২০-১৫০টাকা
- শশা -৫০-৮০টাকা
- শাঁকালু -৪০ থেকে ৬০ টাকা
বিক্রেতারা বলছেন, এই চড়া দামে বাজারে কিছুটা টান রয়েছে।মোটা টাকা দিয়ে বড় ঠাকুরের বদলে ছোট ঠাকুর কিনেই পুজোর আয়োজন করছেন ভক্তরা।বাজারের এই আগুন দাম সত্বেও ক্রেতারা দেবী বন্দনায় খামতি রাখতে নারাজ।তাঁরা মনে করেন,ভক্তিভরে পুজোপাঠ করার প্রথা মেনে চলতে চান।
পৌরাণিক কাহিনি অনুসারে, বসন্ত পঞ্চমীর দিনে জ্ঞানের দেবী সরস্বতী আবির্ভূত হয়েছিলেন। বিশ্বব্রহ্মাণ্ডের স্রষ্টা ব্রহ্মাদেব যখন পৃথিবী সৃষ্টি করেছিলেন, তখন তিনি অনুভব করেছিলেন কোনও কিছু অনুপস্থিত রয়েছে। শব্দ সঞ্চারের জন্য তিনি তাঁর কমণ্ডলু থেকে পৃথিবীতে জল ছিটিয়ে দেন। আর ঠিক সেই সময়ই পৃথিবী কাঁপিয়ে আবির্ভূতা হয়েছিলেন দেবী সরস্বতী ।এখন দেবী আরাধনায় রীতি মেনেই পুজোর আয়োজনে উদ্যোগী হয়েছেন পড়ুয়া থেকে নতুন প্রজন্ম।