কলকাতা
ইনফোসিসের নয়া ক্যাম্পাস উদ্বোধনে মমতা, তৈরি হবে ৪ হাজারের বেশি কর্মসংস্থান
Mamata to inaugurate Infosys' new campus, over 4,000 jobs will be created

Truth Of Bengal: মঙ্গলবার রাজারহাটে ১৭ একর জায়গার উপর ইনফোসিসের নয়া ক্যাম্পাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়। সেখানে তিনি বলেন, এখনও ৪ হাজারের বেশি কর্মসংস্থান তৈরি করা হবে। সঙ্গে ডেভালপমেন্ট সেন্টার এলাকায় শান্তি বজায় রাখার আহ্বানও জানান তিনি। কোনও রকম অশান্তি না ছড়ানোর বিষয়েও কড়া সতর্কবার্তা দিয়েছেন মমতার।
ইনফোসিসের নয়া ক্যাম্পাস উদ্বোধনে মমতা, তৈরি হবে ৪ হাজারের বেশি কর্মসংস্থান#MamataBanerjee pic.twitter.com/VHkk09gjEu
— TOB DIGITAL (@DigitalTob) December 18, 2024
এর সঙ্গে এদিন তিনি আরও নজর দেন যে বিষয়ের উপর:
- এটা আমাদের জন্য ভীষণ গর্বের বিষয়।
- টিসিএস, ইনফোসিস, আইবিএম এখন বাংলাকে বেছে নিচ্ছে।
- বাংলায় বিনিয়োগ করতে আসছে এটা বড় বিষয়।
- বাংলা দক্ষতাও মেধার আদর্শ জায়গা।
- এখানে প্রচুর মেধাবী যুবক রয়েছে যাঁরা বিশ্বে কাজ করছে।
- ৪৫হাজারের ওপর ইঞ্জিনিয়র।
- বাংলায় সিলিকন ভ্যালি তৈরি করা হয়েছে।
- ১৭ একর জায়গায় এই ক্যাম্পাস।
- ব্রডব্র্যান্ড পলিসি –ডেটা সেন্টার পলিসি নেওয়া হয়েছে।