৩২২ জন ক্রীড়াবিদদের বিশেষ সংবর্ধনা দেওয়ার কথা ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
Mamata Banerjee

The Truth of Bengal: বাংলার ক্রীড়াক্ষেত্রকে উন্নত করতে রাজ্য সরকার ইতিমধ্যেই নানামুখী উদ্যোগ নিয়েছে। এবার বাংলার বিভিন্ন পদকজয়ী ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবে রাজ্য সরকার। আগামী ২৫ জানুয়ারি এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নবান্ন থেকে এ কথা জানান। তিনি বলেন, হাংঝৌ এশিয়ান গেমস, এশিয়ান প্যারা গেমস, ন্যাশনাল গেমসে পদকজয়ী সকলকেই আর্থিক পুরস্কার দেওয়া হবে। সবমিলিয়ে ৩২২ জনের হাতে পুরস্কার তুলে দেবে রাজ্য।
মুখ্যমন্ত্রী বলেন, শুধু সংবর্ধনা নয়, পদকজয়ীদের জন্য থাকছে আর্থিক পুরস্কারও। এর জন্য রাজ্যে মোট খরচ করা হবে ছয় কোটি টাকা। প্রসঙ্গত ২০২৩ সালে হাংঝৌ এশিয়ান গেমস থেকে ভারতের ঘরের সবথেকে বেশি পদক এসেছিল। যা ইতিহাসের পাতায় তুলে রাখার মত। স্বর্ণপদক এসেছিল প্রায় একশোর বেশি।
তাঁদের মধ্যে বাংলার অনুশ আগারওয়াল সোনা জিতেছিলেন ইকুয়েস্ট্রিয়ানে। তাঁর জন্য গর্বিত গোটা বাংলা। দেশকে গর্বিত করেছেন এমন সব বাংলার ক্রীড়াবিদদের সম্মান জানাতেই এই উদ্যোগ রাজ্য সরকারের।
Free Access