
The Truth of Bengal: দূর্গোৎসবের আগে মহিলাদের জন্য সুখবর। পুজোর আগেই কলকাতার প্রায় ১২ টি জায়গায় মধ্যে বেশ কয়েকটি জায়গায় মহিলাদের জন্য পৃথক শৌচালয় চালু করতে চলেছে কলকাতা পৌর সংস্থা। সেখানেই মহিলাদের জন্য পৃথক স্নানাগার, পোশাক বদলের ঘরের পাশাপাশি থাকছে শিশুকে স্তনপান করানোর আলাদা ঘরও। এছাড়া ও এবার থেকে বড় হাসপাতালে ও বিশেষ মহিলা শৌচালয় তৈরি হবে বলে জানালেন কলকাতা পৌর সংস্থার পরিবেশ বিভাগের মেয়র পরিষদ স্বপন সমাদ্দার। এদিন তিনি জানান যে দশ দিগন্তের প্রতিশ্রুতি পালন করতে বদ্ধপরিকর কলকাতা পৌর সংস্থা। এই বিশেষ মহিলা শৌচালয় থাকছে অত্যাধুনিক সুযোগ সুবিধা। থাকছে ‘ব্রেস্ট ফ্রিডিং’য়ের বিশেষ বন্দোবস্ত। তার জন্য তোড়জোড় শুরু হয়েছে।
খুব শীগ্রই টেন্ডার ডাকতে চলেছে কলকাতা পৌর সংস্থা। পৌর নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দশ দিগন্ত ইশতেহারে কলকাতার প্রতিটি ওয়ার্ডে মহিলাদের জন্য পৃথক শৌচালয় নির্মাণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। অবশেষে কলকাতা পৌর সংস্থা সেই প্রতিশ্রুতি পালন করতে চলেছে। পুজোর আগেই বেশ কয়েকটি জায়গায় এই বিশেষ মহিলা শৌচালয় শুরু হতে চলেছে। মেয়র পরিষদ পরিবেশ বিভাগ স্বপন সমাদ্দার জানান, যে মহিলাদের জন্য পৃথক স্নানাগার, পোশাক বদলের ঘরের পাশাপাশি থাকছে শিশুকে স্তনপান করানোর আলাদা ঘরও। এদিন তিনি তাদের ডিজাইন করার অত্যাধুনিক সৌছালায়ের নকশা প্রকাশ করে দেখান। ইতিমধ্যে প্রতিশ্রুতি অনুযায়ী পদক্ষেপ নিতে উদ্যোগী হয়েছে পৌর কর্তৃপক্ষ।
সূত্রের খবর, ইতিমধ্যেই ১২টি ওয়ার্ডে মহিলাদের জন্য পৃথক শৌচালয়ের তৈরি করার কাজ শুরু করা হয়েছে। ধাপে ধাপে আরো বেশ কয়েকটি জায়গায় জমি চিহ্নিত করা হয়েছে বলে জানালেন মেয়র পরিষদ পরিবেশ বিভাগ স্বপন সমাদ্দার। তিনি জানান যে আরো বাকি ওয়ার্ডগুলিতেও চলতি মাসের মধ্যে জায়গা চিহ্নিত করার কাজ সম্পূর্ন করবে কলকাতা পৌর সংস্থা। উল্লেখ্য বহু মহিলাকেই কাজের স্বার্থে বাড়ির বাইরে রোজ বেরোতে হয়। কখনও কখনও মায়েদের সদ্যোজাত বা একেবারে দুধের শিশুকে সঙ্গে নিয়েই হয়তো কাজে বাড়ির বাইরে পা রাখতে হয়। তাঁদের কথা মাথায় রেখেই শহরের ওয়ার্ডে ওয়ার্ডে এই পৃথক শৌচালয় আর ‘ব্রেস্ট ফ্রিডিং’য়ের বিশেষ বন্দোবস্ত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন কলকাতা পৌর সংস্থা মেয়র পরিষদ পরিবেশ বিভাগ স্বপন সমাদ্দার।