কলকাতা

প্রাণ হারানোর আশঙ্কায় জ্যোতিপ্রিয় মল্লিক

Jyotipriya Mallick

The Truth of Bengal: কালীপুজোর দিনেই হঠাৎ প্রাণ যাওয়ার আশঙ্কা করলেন জ্যোতিপ্রিয় মল্লিক৷ রেশন দুর্নীতি মামলায় ইডি হেফাজতে রয়েছেন জ্যোতিপ্রিয়৷ আর রবিবার তাঁকে ইডি দফতর থেকে যখন মেডিক্যাল করানোর জন্য বার করে নিয়ে যাওয়া হয়, তখন তিনি বলে বসলেন, ‘আমি মরে যাব, আর বাঁচব না৷’ এককথায় নিজের প্রাণহানীর আশঙ্কা করলেন তিনি৷

এর পর তাঁকে কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় মেডিক্যাল করানোর জন্য৷ সেখান থেকে বেরিয়েও একই রকম আশঙ্কা প্রকাশ করেন তিনি৷প্রসঙ্গত, কিছু দিন আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, শরীর খারাপ হয়ে গিয়েছে আমার। বাঁ হাত, বাঁ পায়ে প্যারালাইসিস হয়ে যেতে পারে।

সাংবাদিকদের প্রশ্ন রেশন দুর্নীতির কথা আপনি জানতেন? ওই দফতরের মন্ত্রী ছিলেন আপনি। তদন্ত করিয়েছিলেন? বাকিবুর রহমানকে কি আপনি চিনতেন? এ নিয়ে বারবার প্রশ্ন করা হলেও এদিন কোনও প্রশ্নের উত্তর মেলেনি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের তরফ থেকে।

Free Access

Related Articles