কলকাতা

ভোটের আগে কলকাতায় আয়কর হানা, উদ্ধার কোটি টাকা

Income tax raid in Kolkata before election, recovery of Rs

The Truth of Bengal: ভোটের আবহে কলকাতায় আয়কর হানা, উদ্ধার কোটি টাকা। কলকাতার ৩ বিজ্ঞাপন ব্যবসায়ীর অফিসে হানা দিয়েছেন আয়কর আধিকারিকরা। কোথা থেকে এলো এত টাকা উত্তর খুঁজতে মরিয়া আয় করার আধিকারিকরা। গত মার্চে আয় কর হানায় চেতলার এক ব্যবসায়ের বাড়ি থেকে উদ্ধার হয় ৫৮ লক্ষ টাকা। লোকসভা ভোটের আবহে কলকাতায় আয়কর হানা। বৃহস্পতিবার সকালে কলকাতার অন্তত ১০ জায়গায় আয়কর হানা চলছে। সূত্রের খবর, কলকাতার ৩ বিজ্ঞাপন ব্যবসায়ীর অফিসে হানা দিয়েছেন আয়কর আধিকারিকরা। এর মধ্যে ধর্মতলা একটি অফিস থেকে ৫০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। আরেকটি অফিস থেকে ৫০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে।

একইসঙ্গে শোভাবাজারের ন নম্বর ওয়ার্ডের ১৩ এ মদনমোহনতলা ট্রিটের বিজ্ঞাপন অফিসে হানা আয়কর দফতরের। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই অফিসগুলিতে আয়কর সংক্রান্ত কিছু অনিয়ম চোখে পড়ে আধিকারিকদের। এর পরই সেখানে অভিযান চালানোর সিদ্ধান্ত নেন আধিকারিকরা। তল্লাশি চালানোর সময় উদ্ধার হয় বিপুল পরিমান টাকা। কী কারণে এত নগদ টাকা জমা করা হয়েছিল, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। অফিসের কর্মীদের জিজ্ঞাসাবাদ করছেন আয়কর দফতরের আধিকারিকরা।

আয়কর দফতর সূত্রে খবর ভোটের মুখে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের কথা জানানো হবে নির্বাচন কমিশনে। নির্বাচন কমিশনের গাইডলাইন মেনেই ব্যবস্থা নেওয়া হবে। গত  মার্চ মাসে চেতলার এক ব্যবসায়ের বাড়িতে থেকে উদ্ধার হয় ৫৮ লক্ষ টাকা। চেতলার ওই ছাতু ব্যবসায়ীর বাড়িতে টানা দুদিন অভিযান চালানোর পর অবশেষে উদ্ধার হয় বিপুল অংকের টাকা।আয়কর দফতর সূত্রে খবর ছিল, আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ ছিল ওই সংস্থার বিরুদ্ধে।পঞ্চম দফা ভোটের আগে বিপুল টাকা উদ্ধারে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।

Related Articles