কলকাতা

গঙ্গার নীচে মেট্রো ছুটতে পারে ডিসেম্বরে

Howrah Maidan to Esplande Metro will start from December

The Truth of Bengal: চালু হয়ে গিয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর একাংশ। কাজ শেষ হয়নি এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত। কাজ শেষ হলেও এখনও চালু হয়নি গঙ্গার নীচ দিয়ে মেট্রো পরিষেবা। তবে ইতিমধ্যে পরীক্ষামূলক ভাবে গঙ্গার নীচ দিয়ে ইতিমধ্যে চালানো হয়েছে মেট্রো। কিন্তু, কবে বাণিজ্যিক ভাবে এই পথে মেট্রো চলবে। কবে দেশের প্রথম নদীর নীচ দিয়ে মেট্রো ছুটবে, এখন সবাই তাকিয়ে সেই দিকে। সব ঠিক থাকলে আগামী ডিসেম্বর মাসে চালু হতে পারে হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেডের মধ্যে বাণিজ্যিক মেট্রো পরিষেবা। আর তখন দেশের মধ্যে বিশেষ মাইল ফলক ছোঁবে কলকাতা মেট্রো।

আগামী ডিসেম্বর মাসে হাওড়া ময়দান ও এসপ্লানেডের মধ্যে পরিষেবা চালু করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে। এই পথে হাওড়া ময়দান, হাওড়া, বিবাদী বাগ এবং এসপ্ল্যানেড স্টেশনে যাত্রীদের ঢোকা-বেরোনোর জন্য বিশেষ স্বয়ংক্রিয় গেট বসানোর কাজ সম্পূর্ণ হয়েছে।  বউবাজারে একাধিক বার বিপত্তির জন্য শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত এখনও কাজ সম্পূর্ণ হয়ে ওঠেনি। এই পথটুকু বাদ দিয়ে মেট্রো পথে পূর্ব প্রান্তে আগেই চালু হয়ে গিয়েছে পরিষেবা।

এবার পশ্চিমপ্রান্তে পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বর মাসে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পথে চুটতে পারে মেট্রো। হাওড়া ময়দান, হাওড়া, বিবাদী বাগ এবং এসপ্ল্যানেড স্টেশনে যাত্রীদের যাতে কোনও অসুবিধায় পড়তে না হয় তার জন্য সব ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। অত্যাধুনিক ব্যবস্থা থাকছে এই পথে। এই রুট চালু হলেও যাত্রীদের যাতায়াতে অনেকটা উপকার হবে। তখন কলকাতা আর হাওড়ার দূরত্ব অনেকটাই কমে যাবে। নিমেষে দুই শহরের মধ্যে যাতায়াত করতে পারবেন যাত্রীরা।

Related Articles