
Truth Of Bengal: শিয়ালদহে সরকারি বাসে আগুন। শনিবার বিকেলে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। জোর কদমে চলে আগুন নেভানোর কাজ । কীভাবে আগুন লাগল তা এখন স্পষ্ট নয়। তবে এদিনের আগুনের ঘটনায় এখন পর্যন্ত কোন প্রাণহানি হয়নি বলে খবর।
স্থানীয় সূত্রে খবর, এদিন বিকেলে সূর্য সেন ষ্ট্রীটে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে রয়েছে দমকল বাহিনী। তবে বাসে সেইসময় কোন যাত্রী না থাকায় বড়সড় দুর্ঘটনা ঘটেনি। এই বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত। কিন্তু এদিন ব্যস্ত সময় শিয়ালদহের মোট জায়গায় আগুন লাগায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। বলা বাহুল্য, চলন্ত বাসে আগুন লাগার ঘটনা এই প্রথম নয়। এরআগেও কলকাতাতেও ঘটেছে এমন দুর্ঘটনা।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসেই শিয়ালদহ স্টেশনের কাছে ব্রিজের নিচে আগুন লাগেছিল। স্টেশনের কাছে ১ নম্বর প্ল্যাটফর্মের দিকে যে ফলের বাজার রয়েছে সেখানেই ঘটে এই ঘটনা। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসেছিল মুচিপাড়া থানার পুলিশ। এই ঘটনার এক মাসের মধ্যেই ফের শিয়ালদহ চত্বরে ঘটল অগ্নিকান্ডের ঘটনা।