ভূতুড়ে ভোটার ধরতে সাত সকালে বাড়ি বাড়ি ফিরহাদ, তারপর যা হল
Firhad went door to door at 7 am to catch ghost voters, what happened next

Truth Of Bengal : বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিলেন ভোটার তালিকা খতিয়ে দেখার। প্রত্যেকটি বিধানসভা এলাকায় এই কাজ দলের নেতাকর্মীদের করতে নির্দেশ দিয়েছিলেন তিনি। ভূতুড়ে ভোটাররা ভোটার তালিকায় ঢুকে পড়ছে এই অভিযোগ রয়েছে। বিজেপি মদতে বিভিন্ন এলাকায় অনলাইনের মাধ্যমে ভিন রাজ্যের ভোটারদের নাম ঢোকানো হচ্ছে বলে অভিযোগ।
ভূতুড়ে ভোটার ধরতে সাত সকালে বাড়ি বাড়ি ফিরহাদ, তারপর যা হল pic.twitter.com/Yld1JcZ4c5
— TOB DIGITAL (@DigitalTob) March 1, 2025
একই এপিক নম্বরে উত্তর প্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, হরিয়ানার ভোটারদের নাম ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে বলে অভিযোগ। ভোটার তালিকা খতিয়ে দেখার জন্য সুব্রত বক্সী নেতৃত্বে একটি কমিটি গঠন করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। আর তারপর থেকেই তৃণমূলের নেতাকর্মীরা নেমে পড়েছেন ভোটার তালিকা স্ক্রুটিনির কাজে। শুক্রবার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন তিনি তাঁর ওয়ার্ডে ভোটার তালিকা যাচাইয়ের কাজে নামবেন। শনিবার সকাল থেকেই নিজের ওয়ার্ডে সেই কাজে নেমে পড়লেন কলকাতার মেয়র।
চেতলা ৮২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। এদিন সকালে নিজে ৮২ নম্বর ওয়ার্ডে ভুয়ো ভোটার চেক করতে নামেন। ভোটার তালিকা হাতে নিয়ে বাড়ি বাড়ি যান তিনি। প্রত্যেকটি বাড়িতে গিয়ে ভোটার তালিকায় যে নাম রয়েছে সেই নাম ধরে ধরে মিলিয়ে দেখেন। তার সঙ্গে ছিলেন ওই ওয়ার্ডের কর্মীরা। ফিরহাদ জানান একজনও ভুয়ো ভোটার যেন এই ওয়ার্ডে না থাকে তা নিশ্চিত করবেন।