উল্টোডাঙায় অগ্নিকান্ড, ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন
Fire breaks out in Ultodanga, two fire engines at the scene

Truth Of Bengal: সাত সকালে ফের অগ্নিকান্ডের শিকার শহর কলকাতা। উল্টোডাঙায় স্টেশনের পাশের বস্তিতে বিধ্বংসী আগুন। পুড়ে ছাই হয়ে গিয়েছে ১০-১২টি ঝুপড়ি। কী থেকে আগুন তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় বাসিন্দা ও দমকল কর্মীরা মিলে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালাচ্ছে। ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়দের থেকে জানা যায়, রবিবার সকাল সাড়ে ৭টা নাগাদ স্টেশান লাগোয়া ঝুপড়িতে ভয়াবহ আগুন লাগে। একের পর এক ঝুপড়িতে হু হু করে আগুন ছড়িয়ে পড়তে থাকে। দমকল আসার আগেই পুড়ে ছাই হয়েছে বেশ কয়েকটি ঝুপড়ি। ঘটনাস্থলে পৌঁছান দমকলমন্ত্রী সুজিত বসু ও কলকাতা পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু। দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, ” এখন আগুন নিয়ন্ত্রণে। ঘটনার খবর পাওয়ার পর দমকল ঘটনাস্থলে আসে। ৬টি ইঞ্জিন কাজ করছে। যাঁদের ঘর বাড়ি পুড়ে গিয়েছে, তাঁদের বিষয়টি দেখা হবে।”