শিয়ালদহ স্টেশন চত্বরে আগুন! ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন
Fire breaks out at Sealdah station premises! 10 fire engines at the scene

Truth Of Bengal: বৃহস্পতিবার রাতে শিয়ালদহ স্টেশন লাগোয়া ব্রিজের নিচে প্রাচী সিনেমা হলের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১০টি ইঞ্জিন। কিন্তু কীভাবে এই আগুনের ঘটনা ঘটল তা এখনও অজানা। এই ঘটনায় প্রায় ৪০টি অস্থায়ী দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে।
সূত্রের খবর, এদিন রাত পৌনে ১১টা নাগাদ ব্রিজের নিচে ফুলের দোকানে আগুন লেগে যায়। তারপর সেই আগুন আশপাশের খাবারের দোকান-সহ অন্য দোকানেও ছড়িয়ে পড়ে। এদিকে এলাকাটি ঘিঞ্জি হওয়ার কারণে স্টেশন লাগোয়া ব্রিজের উপর থেকেই আগুন নেভানোর চেষ্টা চালায় দমকল বাহিনী। এই দুর্ঘটনার জেরে যান চলাচলের সমস্যা হয়। অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় রেলপুলিশ ও মুচিপাড়া থানার পুলিশ।
তবে এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর এখনও জানা যায়নি। এদিন দমকল বাহিনীর সঙ্গে স্থানীয় বাসিন্দারাও আগুন নেভাতে এগিয়ে আসেন। আগুন লাগার পরই আশপাশের মানুষদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়।