বিজেপি-এজেন্সি যোগ ইস্যুতে দিল্লি তোলপাড়, ৪এজেন্সির কর্তাকে সরানোর দাবি তৃণমূলের
Delhi uproar over BJP-Agency Yoga issue

The Truth of Bengal: বাংলায় জেতার জন্য বিজেপি ইডি-এনআইএ সহ ৪এজেন্সিকে ময়দানে নামিয়েছে।মাঝরাতে তৃণমূল প্রার্থীদের গ্রেফতার করে ভয়ের পরিবেশ তৈরি করছে। যোগসাজোশের প্রমাণ রয়েছে বলে দাবি করে কমিশনে অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের ১০সদস্যের টিম। ৪এজেন্সির কর্তাকে সরিয়ে দেওয়ার দাবিতে কমিশনের অফিসের সামনে তৃণমূলের প্রতিনিধিরা দিল্লিতে অবস্থানে বসেন। সোমবার তাঁদের জোর করে তুলে দেওয়া হয়। প্রতিবাদে মঙ্গলবার মন্দিরমার্গ থানায় বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা।কমিশনের নিষ্ক্রিয়তার কথা তুলে ধরে রাজ্যপালকে চিঠি লিখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ভোটে জিততে বিজেপির নয়া গেমপ্ল্যান।অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীও নেতাদের ভয় দেখানো হচ্ছে।ভূপতিনগরে এনআইএ-র হানা দেওয়ার আগে রাতের অন্ধকারে সংস্থার এসপি ধনরাম সিংয়ের সঙ্গে গোপন বৈঠক সারেন জিতেন্দ্র তিওয়ারি।মোটা টাকা লেনদেনের পরেই ভূপতিনগরে ধরপাকড় করা হয় বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। নির্বাচনী বিধি লাগু হওয়ার পর কীকরে ধারাবাহিকভাবে এই ঘটনা ঘটছে ? রাজ্যের আধিকারিকদের সরিয়ে দেওয়া হলে কেন কেন্দ্রীয় এজেন্সির প্রধানদের ছাড় দেওয়া হবে ? সেই প্রশ্ন তুলে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের ১০সদস্যের প্রতিনিধি।মূল দাবি, ৪এজেন্সির কর্তাকে অবিলম্বে সরিয়ে দিতে হবে। কিন্তু দিল্লি পুলিশ ডেরেক ওব্রায়েন,সাগরিকা ঘোষ,দোলা সেন সহ ১০জনকে আটকে নিয়ে যায়।বিচার পেতে মঙ্গলবার দিল্লির মন্দিরমার্গ থানার সামনে অবস্থানে বসেন তৃণমূল কংগ্রেসের আন্দোলনকারীরা।থানার গেট আটকে রাখায় উত্তেজনা বাড়ে।Grafix in
জাতীয় স্তরে এজেন্সি হয়রানি ইস্যু জোরদার
তৃণমূলের দাবিকে সমর্থন আম আদমি পার্টির
ঐক্যবদ্ধ বিরোধীদের চাপে কেন্দ্রের সরকার
কমিশনের নিষ্ক্রিয়তার অভিযোগে আন্দোলনে তৃণমূল
দিল্লির হেনস্থায় রাজভবনে প্রতিবাদপত্র অভিষেকের
ঐক্যবদ্ধ বিরোধীরা বিজেপি বিরুদ্ধে জনমত গড়তে তত্পর।
সাংসদ দোলা সেন,সাগরিকা ঘোষ, ডেরেক ও ব্রায়েন, নাদিমুল হক,বিধায়ক বিবেক গুপ্তা এবং প্রাপ্তন সাংসদ অর্পিতা ঘোষ,আবিররঞ্জন বিশ্বাস, শান্তনু সেন সহ প্রতিনিধিদলের সব সদস্যের সঙ্গে দিল্লি পুলিশের বিরুদ্ধে খারাপ ব্যবহারের অভিযোগ উঠেছে। গণতন্ত্রের মুক্ত হাওয়া রুদ্ধ করা কেন হচ্ছে ? কেন বিরোধীদের গায়ের জোরে মুখ বন্ধ করা হচ্ছে ? মহিলা সাংসদদের সঙ্গে দিল্লি পুলিশের দুর্ব্যবহার,অত্যাচার কেন ?বিরোধীদের স্বাধীনতা কোথায় ? আদর্শ আচরণ বিধি লাগু হওয়ার পরেও কেন একতরফা দুঃশাসন কায়েম করা হচ্ছে,প্রশ্ন তুলে দেশের রাজধানীতে সুর চড়ান তৃণমূলের প্রতিনিধিরা.।সোমবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন প্রতিনিধিরা রাজ্যপালের দরবারে গিয়ে দিল্লির হেনস্থার প্রতিবাদ করেন।এবার সরাসরি রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি লিখেছেন তিনি।