গুলেন বারি নিয়ে বাড়ছে উদ্বেগ! ‘আতঙ্কের কিছু নেই’, বিবৃতি রাজ্যের স্বাস্থ্যসচিবের
Concerns about guillen barre are growing! "There is nothing to panic", the statement of the state health secretary

Truth Of Bengal: বেশকিছুদিন আগে দেশজুড়ে আতঙ্ক ছড়িয়েছিল এইচএমপি ভাইরাস। শীতের মরশুমে এবার নতুন আতঙ্কের নাম গুলেন বারি সিনড্রোম। দেশের মধ্যে প্রথম মহারাষ্ট্রে এই রোগের হদিশ মেলে। পুণেতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বিরল এই স্নায়ুরোগে। গতকালই জানা যায়, বাংলাতেও থাবা বসিয়েছে জিবি সিনড্রোম। দুই শিশু আক্রান্ত এই রোগে। এই খবর ছড়াতেই আতঙ্কিত শহরবাসী। এই পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্যদপ্তরের তরফে বিবৃতি জারি করলেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। তাঁর আশ্বাস, এটা নতুন কোনও রোগ নয়। জিবিএস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
মঙ্গলবার স্বাস্থ্যভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম আরও জানান, অ্যাকিউট ফ্লাসিড প্যারালাইসিস বা এএফপি-র কারণে এই রোগ হয়। সাধারণত, ১৫ বছরের কমবয়সিদের মধ্যে এই রোগের উপসর্গ দেখা যায়। তবে পরিস্থিতির ওপর নজরে রেখেছে রাজ্য সরকার। WHO-র রিপোর্ট উল্লেখ করে তিনি এও জানিয়েছেন, ডিসেম্বরের শেষ থেকে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে এএফপি বা জিবিএসে আক্রান্তের খবর নেই।
প্রসঙ্গত, রাজ্যে দুই আক্রান্ত শিশুর মধ্যে একজন বাগুইআটির বাসিন্দা। গত ১২ দিন ধরে চিকিৎসাধীন আট বছরের ওই শিশু। আরোকজনের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে। দুজনের শরীরেই একাধিক লক্ষণ দেখা দিয়েছিল। তবে আপাতত তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।