সংগ্রাহক পরিমল রায় প্রয়াত, উঠে এল সরঞ্জাম কা খিলাড়ির নাম
Collector Parimal Roy passed away, the name of Khiladi came up

Truth Of Bengal : কলকাতা তথা দেশের অন্যতম বিশিষ্ট সংগ্রাহক পরিমল রায় প্রয়াত। বুধবার ১৬ অক্টোবর সন্ধ্যায় দক্ষিণ কলকাতার এক নার্সিংহোমে মৃত্যু হয় তাঁর। বৃহস্পতিবার কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়। প্রসঙ্গত উল্লেখ্য, তাঁর সংগ্রহ থেকে বহু জিনিস প্রখ্যাত চিত্র পরিচালক সত্যজিত রায় তাঁর সতরঞ্জ কা খিলাড়ী ছবিতে ব্যবহার করেছিলেন। ভবানীপুরে তাঁর বাসস্থান তামাম শোধ এ বহু গবেষক, সংগ্রাহক, ইতিহাস চর্চার সাথে যুক্ত ব্যক্তিদের নিয়মিত আনাগোনা ছিল। শ্রী রায়ের প্রয়ানে সংগ্রহ ও ইতিহাসচর্চার এক অপূরণীয় ক্ষতি হল বলে জানিয়েছেন সাহিত্যিক-গবেষক পল্লব মুখোপাধ্যায়।
সুকুমার রায়ের আবোল তাবোল পদার্পণ করেছে শতবর্ষে। আবোল তাবোল-এর প্রত্যেকটি ছড়া সূচি শিল্পে। প্রতিটি ছড়া, সূঁচ এবং সুতো দিয়ে গেঁথে করা পরিমল রায়ের হাত দিয়ে। ছোটবেলা থেকেই বিভিন্ন জিনিস সংগ্রহ করতেন তিনি। দেশলাইয়ের বাক্স থেকে শুরু করে পুরনো দিনের মুদ্রা, পোস্টকার্ড, স্ট্যাম্প পেপার, মাটির পুতুল, পুরনো ঘড়ি, ছবি কী নেই তাঁর সংগ্রহশালায়। ১৫-২০ বছর আগে থেকে নিজের গ্রামের বাড়ি, অন্যের বাড়ির পরিত্যক্ত সূচিশিল্প এবং সূচী চিত্রের কাজ সংগ্রহ শুরু করেছিলেন।
গত পাঁচ-ছ বছর ধরে তিনি সংগ্রহ করেন আবোল তাবোলের সূচিশিল্প। কয়েক হাত ঘুরে এই অমূল্য রতন পরিমলবাবুর সংগ্রহশালা অন্যতম সম্পদ। শেষ যাঁর হাতে ছিল, তিনি মূল্য না বুঝে ফেলে দিচ্ছিলেন বলে এক সময় জানিয়েছিলেন পরিমলবাবু। তিনি বুকে করে তুলে এনে তা সংগ্রহশালায় রেখে দেন।