কলকাতারাজ্যের খবর
Trending

মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার বিভ্রাট, সড়কপথে দুর্গাপুর থেকে পুরুলিয়ায়

Chief Minister's helicopter technical fault

The Truth Of Bengal: মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার বিভ্রাট। আকাশপথে তাঁর আসার কথা ছিল পুরুলিয়ার সভায়। হেলিকপ্টার বিভ্রাটে তিনি সড়কপথে দুর্গাপুর থেকে পুরুলিয়ায় আসেন। আজ রবিবার পুরুলিয়ায় কাশীপুরে সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন পুরুলিয়ায় আসার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে বিভ্রাট দেখা দেয়। ফলে বাধ্য হয়ে তিনি সড়কপথে পুরুলিয়া আসেন। পুরুলিয়া কেন্দ্রে তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে তিনি সভা করেন।

টানা কয়েকদিন উত্তরবঙ্গে ছিলেন। সেখান থেকে শনিবার সন্ধ্যায় দুর্গাপুর পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে হেলিকপ্টারে করে পুরুলিয়ায় আসার কথা ছিল তাঁর। এদিন পুরুলিয়ার লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে কাশীপুরে সভা বেলা সাড়ে ১১টায় শুরুর কথা ছিল। সেখানে সভা শুরু হয় পৌনে দুটো নাগাদ। দেরি হল কেন, সভামঞ্চ থেকে নিজেই সেই কারণ জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

পুরুলিয়ার সভায় আসার এরি প্রসঙ্গে মমতা বলেন, ‘আসার সময় শুনলাম, হঠাৎ করে আমাদের হেলিকপ্টারটা খারাপ হয়ে গিয়েছে। ভাবছিলাম কীভাবে আসব। তার পর তিনঘণ্টা জার্নি করে এলাম। দেরি হওয়ার জন্য আমি ক্ষমাপ্রার্থী।‘ হেলিকপ্টারে গোলযোগ দেখা দেওয়ায় নির্ধারিত সময়ের অনেক পরে সভা শুরু হয়। তা সত্ত্বেও কাশীপুরের সভায় ভিড় ছিল চোখে পড়ার মতো। কালো মেঘে আকাশ ঢেকে যায়। ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দফতর। তাই দলীয় কর্মী ও সমর্থকদের কথা ভেবে অন্য সভার তুলনায় এদিন দ্রুত নিজের বক্তব্য শেষ করেন তৃণমূল সুপ্রিমো।

Related Articles