কলকাতা

বিরল রোগে আক্রান্ত শিশুকে বাঁচাতে এগিয়ে এল চেতলা মসজিদ কমিটি

Chetla Mosque Committee comes forward to save child suffering from rare disease

Truth Of Bengal: ওয়াকফ ইস্যুতে যখন সারা দেশ সরগরম, তখন সেই ওয়াকফের মাধ্যমেই মানবিকতার নজির গড়ল চেতলা মসজিদ কমিটি। জানা গেছে মেয়েটির বয়স ৯মাস।দেড় মাস বয়সে ধরা পড়ে রোগ। এরপর ৩মাসেরও বেশি ভর্তি হাসপাতালে। পার্কসার্কাসের ইন্সটিটিউট অব চাইল্ড হেল্থে ভর্তি রয়েছে নাবালিকা। ৩মাস ভেন্টিলেশনে রয়েছে।

চিকিত্সা চলছে, প্রয়োজন ব্যয়বহুল ইঞ্জেকশনের। বিপুল টাকা লাগবে। বর্তমান বাজারমূল্য ১৬কোটি টাকা। এত টাকা জোগাবে কে? চিন্তায় ঘুম ছোটে পরিবারের। এরপরই রাজারহাটের আদৃতা মণ্ডলের সাহায্যের জন্য সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেওয়া হয়। সাহায্য চেয়ে আবেদন করা হয়। সেইমতো বিষয়টি নজরে আসতেই তত্পর হন মেয়র ফিরহাদ হাকিম। ধর্ম নিয়ে যখন রাজনীতি চলছে, বিভাজনের কথা প্রচার করা হচ্ছে। তখন চেতলা মসজিদ কমিটি মানবিকতার এক অনন্য নজির গড়ল।

মেয়র ফিরহাদ হাকিম বলেন, বাংলায় যাঁরা বিরল রোগে আক্রান্ত।অসহায় শিশুদের পাশে যদি মন্দির –মসজিদ কমিটি দাঁড়ায়,তাহলে মনুষ্যত্বের জয়  নিশ্চিত করা যায়।

মানবসমাজের কল্যাণে এই সেবাপরায়ণ আদর্শ রক্ষা করার ডাক সমাজে আলাদা ছাপ রাখছে। ওয়াকফের সম্পত্তি থেকে সমাজের দুঃস্থদের সেবা করার কাজ আগামীদিনে আরও জোরদার  করার কথাও তুলে ধরেন মেয়রও মন্ত্রী ফিরহাদ হাকিম। শেখ ইরশাদের রিপোর্ট।

Related Articles