
The Truth of Bengal: বঙ্গে ফের গরমের দাপট। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিনে ধাপে ধাপে বাড়বে তাপমাত্রা। প্রায় তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাবে তাপমাত্রা। একইসঙ্গে বজায় থাকবে আর্দ্রতা জনিত অসস্তি। ফের দক্ষিণ বঙ্গের চার জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান ও বীরভূমে তাপপ্রবাহের সম্ভাবনা। তবে রাজ্যে ভারী বৃষ্টির কোন পূর্বাভাস নেই।
সপ্তাহতে দক্ষিণবঙ্গের কোথাও কত হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে আগামী সপ্তাহের শুরুতে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। উত্তরবঙ্গের দিকে নজর রাখলে দেখা যাবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি পূর্বাভাস। তবে শুষ্ক থাকবে আবহাওয়া। অন্যদিকে কলকাতায় আংশিক মেঘলা আকাশ। শহরের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ৩৬ দশমিক দুই ডিগ্রী সেলসিয়াস স্বাভাবিকের থেকে যা ৪° বেশি।
সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৪৭ শতাংশ থেকে ৮৪ শতাংশ। ঝড় বৃষ্টির কোন পূর্বাভাস নেই হাওয়া অফিসের। বঙ্গে বর্ষা প্রবেশ নিয়ে কৌতুহল সবারই। ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে মৌসম ভবন। চলতি মাসের শেষেই বর্ষা প্রবেশ করছে কেরলে। তার ১৩ থেকে ১৪ দিনের মধ্যেই বর্ষা ঢুকবে দেশের পশ্চিমী রাজ্যগুলিতে। ফলে আগামী মাসের শুরুতে বঙ্গে বর্ষার দেখা মিলবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।