জ্যোতিপ্রিয়র কেবিন থেকে সিসি ক্যামেরা সরানো নির্দেশ, নিরাপত্তার দায়িত্বে সিআরপিএফ…
CC cameras ordered to be removed from Jyotprior cabin, CRPF in charge of security

The Truth Of Bengal: জ্যোতিপ্রিয় মল্লিকের কেবিন থেকে সিসি ক্যামেরা সরানো নির্দেশ,কেবিনের বাইরে সিসি ক্যামেরা থাকলে আপত্তি নেই।নির্দেশ কলকাতা হাইকোর্টের।
জ্যোতিপ্রিয়র সঙ্গে কে কে দেখা করতে এসেছেন তা লিখে রাখতে হবে কেবিনের বাইরের রাখা রেজিস্টার্ডে। ইডিকে সমস্ত তথ্য তুলে দিতে হবে রেজিস্টার্ডের। নিরাপত্তার দায়িত্বে থাকবে সিআরপিএফ।
রেশন দুর্নীতি কাণ্ডে ইডি-র হাতে গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর বর্তমান ঠিকানা এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগ৷ সেখানেই চিকিৎসা চলছে তাঁর৷ হাসপাতালে থাকলেও, এতদিন তাঁর উপর কড়া নজর রাখা হয়েছিল৷ কলকাতা হাই কোর্টের নির্দেশে বনমন্ত্রীর কেবিন থেকে সরানো হয় সিসিটিভি ক্যামেরা।
নিম্ন আদালতের নির্দেশ মেনেই হাসপাতালের কেবিনের ভিতরে এবং বাইরে বসানো হয়েছিল সিসিটিভি ক্যামেরা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয় হাই কোর্টের দ্বারস্থ হন জ্যোতিপ্রিয়। হাই কোর্ট বালুর কেবিন থেকে সিসিটিভি ক্যামেরা সরানোর নির্দেশ দেন৷ তবে বলেন, কেবিনের বাইরে সিআরপিএফ জওয়ানরা মোতায়েন থাকবে৷ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট জানান, নজরদারি ও পাহারার দায়িত্বে থাকবেন সিআরপিএফ জওয়ানরা।
Free Access