
Truth Of Bengal: গার্ডেনরিচে এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় মাত্র দুই ঘণ্টার মধ্যেই কলকাতা পুলিশ অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে এবং দুই অপহরণকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মেটিয়াবুরুজ থানা এলাকার বাসিন্দা মোহাম্মদ ইমরান হোসেন রবিবার বিকেল তিনটের পর তার ভাই মানোয়ার হোসেনকে ফোন করে জানান যে, তাকে অপহরণ করা হয়েছে। অপহরণের ঘটনাটি ঘটে গার্ডেনরিচ থানার ধানখেতি বাজার এলাকা থেকে। এরপর অপহরণকারীরা তাকে রাজাবাগান থানার মোল্লাবাগান এলাকায় নিয়ে যায় এবং সেখানে মারধর করতে থাকে।
এই ঘটনায় অভিযুক্তদের মধ্যে দানিশ হোসেন এবং পারভেজ আলমের নাম উঠে আসে। পুলিশ আরও জানতে পারে, ব্যবসায়িক লেনদেনের মতবিরোধের কারণেই এই অপহরণকাণ্ড ঘটেছে।
গার্ডেনরিচ এবং রাজাবাগান থানার যৌথ উদ্যোগে একটি বিশেষ দল গঠন করা হয়। দলটি তদন্ত চালিয়ে মোল্লাবাগানের বরকতি মসজিদের কাছের একটি বাড়ি চিহ্নিত করে, যেখানে ওই ব্যবসায়ীকে আটক রাখা হয়েছিল। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে এবং অভিযুক্ত দানিশ হোসেন ও পারভেজ আলমকে গ্রেফতার করে।
অপহরণকারীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪০(৩), ১১৫(২), এবং ৩(৫) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মাত্র দুই ঘণ্টার মধ্যে এই উদ্ধার অভিযানে সফল হওয়ায় কলকাতা পুলিশের কার্যকরী ভূমিকা প্রশংসিত হয়েছে।