বইমেলার শেষ দিনে বইপ্রেমীদের ঢল, বাড়ল বন্ধ হওয়ার সময়সীমা
Book lovers flock to the last day of the book fair, closing time extended

Truth Of Bengal: কলকাতা বইমেলায় শনিবার বইপ্রেমীদের ঢল নেমেছিল। ছোট-বড় সকলেই ব্যাগভর্তি বই নিয়ে ফিরেছেন বাড়ি, কেউ বা লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন আরও কিছু প্রিয় বই সংগ্রহের আশায়। বইয়ের প্রতি ভালোবাসা যে এতটা গভীর, তা আবারও প্রমাণ হয়ে গেল বইমেলার জমজমাট পরিবেশে।
শনিবার দুপুর ২টো থেকেই ৭ নম্বর গেটের সামনে লম্বা লাইন শুরু হয়। গেটের মুখে মেটাল ডিটেক্টর, নিরাপত্তার জন্য কাউন্টিং মেশিনও বসানো হয়। মেলা প্রাঙ্গণে তখন পাঠকদের ভিড় উপচে পড়ছে। কেউ মেতে আছেন আড্ডায়, কেউবা বই নিয়ে আলোচনায়। সন্ধ্যা নামলেও ভিড় কমার নাম নেই।
একদিকে স্টলে লম্বা লাইন, অন্যদিকে ফুড প্যাভিলিয়নে খালি চেয়ার পাওয়া যেন লটারি জেতার সমান! খাবারের অর্ডার দিয়ে অপেক্ষা করতে হয়েছে অনেকক্ষণ। কেউ কেউ আবার পার্সেল করে নিয়ে গিয়েছেন বিখ্যাত মাটন বিরিয়ানি!
বই বিক্রি কেমন হলো? দে’জ পাবলিশিংয়ের তরুণ সদস্য অপু দে জানান, “এবারের বইমেলায় প্রথম দিন থেকেই ইতিবাচক পরিবর্তন দেখছি। যাঁরা এসেছেন, তাঁরা সবাই বই কিনেছেন। এখনও পর্যন্ত হিসেব অনুযায়ী, গতবারের তুলনায় বিক্রি অন্তত ১০ শতাংশ বেড়েছে।”
পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় বলেন, “এবার শুধু ভিড় নয়, বিক্রিও বেড়েছে। শুক্রবার পর্যন্ত ১৯ লক্ষ মানুষ এসেছিলেন, শনিবার তা বেড়ে হয়েছে ২৩ লক্ষ। এবারের মেলা ১৩ দিনের, অথচ বিক্রি গতবারের তুলনায় ভালো। এই বইপ্রেম দেখেই মেলার সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।”
আজ রবিবার, বইমেলার শেষ দিন। আয়োজকরা জানিয়েছেন, পাঠকদের সুবিধার্থে আজ রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে বইমেলা। বাঙালির এই বই-পার্বণ এবারও স্মরণীয় হয়ে রইল, জমে উঠল শেষ দিনের ‘বিজয়া’!