কলকাতা

শিয়ালদহগামী জম্মু-তাওয়াই এক্সপ্রেসে বোমাতঙ্ক, দক্ষিণেশ্বরে খালি করা হল ট্রেন

Bomb attack on Jammu-Tawai Express bound for Sealdah

The Truth of Bengal: বিমানের পর এবার এক্সপ্রেস ট্রেন। আবার বোমাতঙ্কের ঘটনা। জম্মু থেকে শিয়ালদহগামী জম্মু-তাওয়াই এক্সপ্রেস এই বোমাতঙ্কের ঘটনা ঘটে। শুক্রবার বিকালে এই ঘটনা জেরে ব্যাপক আতঙ্ক ছাড়ায় রেল যাত্রীদের মধ্যে। এস৮ কোচের ৬৪ নম্বর সিটে একটি ব্যাগ ঘিরে এই বোমাতঙ্ক ছড়ায়। ওই ব্যাগের মধ্যে বোমা রাখা আছে বলে খবর রোডে যায় যাত্রীদের মধ্যে। এক্সপ্রেস ট্রেনের এস৮ বগিতে এই ঘটনা ঘটে।

এক্সপ্রেস ট্রেনটি দক্ষিণেশ্বর পৌঁছাতে বোমাতঙ্কের জেরে জম্মু সমস্ত প্যাসেঞ্জারকে ট্রেন থেকে বের করে আনা হয়। এস ৮ বগি ফাঁকা করে তার মধ্যে চলে তল্লাশি। রেল পুলিশের তল্লাশিতে উদ্ধার হয় একটি ব্যাগ। পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালানো হয়। তবে তল্লাশিতে কিছু মেলেনি। কিভাবে এই গুজব ছড়ালো বা বোমাতঙ্কের খবর রটলো তা তদন্ত করে দেখছে পুলিশ। বেশ কিছু ঘটনার প্রেক্ষিতে এমনিতেই আতঙ্কে রয়েছেন রেল যাত্রীরা।

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই দুন এক্সপ্রেসে দুষ্কৃতীদের তান্ডবের ঘটনা ঘটে। বহু যাত্রী দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন। এবার জম্মু তাওয়াই এক্সপ্রেসে বোমাতঙ্কের ঘটনা। যাত্রী সুরক্ষা প্রশ্নের মুখে। এমনিতেই রেলের অব ব্যবস্থা নিয়ে সরব রেল যাত্রীরা। এবার প্রতি মুহুর্তে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। আতঙ্কের ট্রেনযাত্রা করতে হচ্ছে যাত্রীদের।