কলকাতা

পাখির চোখ আসন্ন বিধানসভা নির্বাচন, সোমবার জাতীয় কর্মসমিতির বৈঠক ডাকল তৃণমূল

Bird's eye view of upcoming assembly elections, Trinamool calls national working committee meeting on Monday

Truth Of Bengal: উপনির্বাচনের ফলাফল প্রকাশের একদিন পরেই আসন্ন বিধানসভা নির্বাচনে দলের রণকৌশল নিয়ে আলোচনা  করতে কালীঘাটে নিজের বাসভবনে একটি বৈঠক ডেকেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার বিকেল ৪টেয় কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন তিনি। বৈঠকে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি-সহ দলের শীর্ষ নেতৃত্ব।

শনিবার বাংলার ছয়টি আসনের উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হবে। এই ফলাফলকে ঘিরে সোমবারের বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। বিধানসভা নির্বাচনে দলের শক্তি অক্ষুণ্ণ রাখার জন্য সাংগঠনিক স্তরে কী পরিবর্তন প্রয়োজন, তা নিয়ে চিন্তাভাবনা হবে। একই সঙ্গে আসন্ন ২০২৬ সালের বিধানসভা ভোট এবং শীতকালীন লোকসভা অধিবেশনে তৃণমূলের অবস্থান নিয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

দলের অন্দরে রদবদলের ইস্যু বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছে। কর্মসমিতির এই বৈঠকে রদবদল সংক্রান্ত বিষয়েও আলোচনা হতে পারে বলে ধারণা। যদিও তৃণমূলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো স্পষ্ট মন্তব্য করা হয়নি।

উপনির্বাচনের ফলাফল দলের জন্য একটি গুরুত্বপূর্ণ শক্তি পরীক্ষা। এই ফলাফলের ভিত্তিতে ভবিষ্যৎ রণকৌশল সাজানো হবে। বিশেষ করে আসন্ন বিধানসভা নির্বাচনে কীভাবে নিজেদের জমি মজবুত রাখা যায়, তা নিয়ে নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের সম্ভাবনা রয়েছে। তৃণমূল নেতৃত্বের এই উদ্যোগে স্পষ্ট, উপনির্বাচনের ফলাফল দলকে নতুন দিশা দেখাতে চলেছে। এখন নজর সোমবারের কর্মসমিতির বৈঠকে।

Related Articles