কলকাতা
Trending

Big Breaking : আনন্দের নারী নির্যাতনের প্রতিবাদে শুক্রবার রাজভবন ঘেরাও

Big Breaking: Raj Bhavan besieged on Friday in protest of Anand's violence against women

The Truth Of Bengal :  শুক্রবার তৃণমূলের শিক্ষা সেলের রাজভবন অভিযান। রাজ্যপালের পদত্যাগের দাবিতে সরব রাজ্যের শাসক দল। রাজ্যপালকে আরও বেকায়দা ফেলতে পথে নামছে তৃণমূলের শিক্ষা সেল। শুক্রবার দুপুর ১ টায় ধর্মতলার ওয়াই চ্যানেলে জমায়েত হয়ে রাজভবনের উত্তর গেটে পৌঁছবে আন্দোলনকারীরা।

কেজি থেকে পিজি সকল স্তরের শিক্ষক শিক্ষিকারা অংশ নেবেন রাজ ভবন অভিযানে। দাহ করা হবে রাজ্যপালের কুশ পুতুল। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগ আসে। তারই প্রতিবাদে তৃণমূলের শিক্ষা সেলের এই রাজভবন অভিযান। প্রায় দশ হাজারেরও বেশি স্থায়ী ও অস্থায়ী শিক্ষক-শিক্ষিকারা শামিল হবেন এই রাজভবন অভিযানে।

Related Articles