কলকাতা

এবার সেরা পুজো বাছাই করবে সাধারণ দর্শক

Kolkata Durga Puja 2023

The Truth of Bengal: ঠাকুর দেখতে দেখতে এবার সেরা পুজো বেছে নেবেন দর্শনার্থীরা।পুরশ্রীর অনুষ্ঠানে একথা ঘোষণা করলেন মেয়র ফিরহাদ হাকিম। অনলাইনে ভোট দিয়ে সেরা পুজো বাছাই করতে পারবেন আমজনতা। শুক্রবার কলকাতা পুরসভার দুর্গাপুজোর প্রতিযোগিতা কলকাতা শ্রী-র আনুষ্ঠানিক উদ্বোধন হলো।

সমস্ত পুজো কমিটি এই  প্রতিযোগিতায় আবেদন করতে পারবে  প্রতিযোগিতার জন্য। দশটি ক্যাটাগরির সঙ্গে এবার যুক্ত হল “দর্শকের চোখে সেরা”। শুক্রবার থেকে ফর্ম দেওয়া শুরু কলকাতা পুরসভার সিংহ দুয়ারে। রবিবার ও ছুটির দিন ছাড়া ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ১২ই অক্টোবর।কলকাতা শ্রী-র আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র ফিরহাদ হাকিম । ছিলেন মেয়র পরিষদ দেবাশীস কুমার, স্বপন সমাদ্দার, সন্দীপ রঞ্জন বকশি ও মিতালী বন্দ্যোপাধ্যায়। ছিলেন অভিনেত্রী ঈশা সাহা।

সিইএসসি কর্তৃপক্ষ সহ কলকাতা পৌরসভার আধিকারিকরা উপস্থিত ছিলেন।মেয়র পারিষদ দেবাশিস কুমার বলেন,দর্শকদের  খোলা মনে পুজো দেখার সুযোগ  করে দিতে কোনও খামতি রাখা হচ্ছে না।তেইশের এই মেগা পুজোর জন্য কলকাতা পুরসভা  ওয়েবসাইট চালু করেছে।  www.kmcgov.in অনলাইনে ভোট দিতে পারবে নাগরিকরা। দর্শকের চোখে সেরা এই ক্যাটেগরিতে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর রাত বারোটা পর্যন্ত ভোট দেওয়া যাবে। বিস্তারিত জানতে কলকাতা পুরসভার ৮২৭৪৯৮৩৮১৪ নম্বরে যোগাযোগ করা যাবে।

 

Related Articles