রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে বাকিবুর রহমান কে জেল হেফাজতের নির্দেশ ব্যাঙ্কশাল আদালতের
Ration corruption

The Truth of Bengal: রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেফতার বাকি বুর রহমান কে আগামী ২২ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ ব্যাঙ্কশাল আদালতের বিচারক। তদন্তে নতুন নতুন তথ্য পাওয়া গেছে। এই মুহূর্তে বাঁকিবুর রহমান কে জামিন পেলে তদন্তে বাধাপ্রাপ্ত হবে।নতুন তথ্য পাওয়া গেছে বাকি বুর রহমান কোনো গ্যারান্টি ছাড়া ৯ কোটি লোন দিয়ে ছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কে।
গভীর তদন্তের প্রয়োজন এর শেকড় অনেক দূর পর্যন্ত গড়িয়েছে ফলে রেশন বন্টন কাণ্ডে বড়সড় দুর্নীতি আদালতে জানালো ইডির আইনজীবী। ঋণ বাবদ ৯ কোটি টাকা জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী ও মেয়েকে দিয়েছিলেন বাকিবুর রহমান।কোনও সুদ ছাড়া কোনও সিকিউরিটি ছাড়া এই ঋণ প্রদান।
যার নেপথ্যে অন্য রহস্য আছে আদালতে দাবি ইডির চাল বণ্টনের ক্ষেত্রে ধান কিনে ভুয়ো কৃষকদের নামে অ্যাকাউন্ট খুলে নিজের আত্মীয় পরিজন এবং ঘনিষ্ঠদের নামে অ্যাকাউন্ট খুলে কোটি কোটি সরকারি টাকা সরিয়েছে বাকিবুর রহমান।এই সব ভুয়ো ব্যাংক একাউন্ট গুলো সবটাই নিয়ন্ত্রন করতো বাকিবুর।