কলকাতা

আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে , কমতে পারে ২ ডিগ্রী তাপমাত্রা

Todays Weather

The Truth Of Bengal : আবহাওয়ার রদবদলে নাজেহাল রাজ্যবাসী। আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস । তবে আগামী ২ দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা হলেও কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।

হাওয়া অফিসের খবর অনুযায় , বুধবার রাজ্যের আকাশ বেশ পরিস্কার থাকবে । সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সাথে সাথেই বাড়বে তাপমাত্রা‌ও । তবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আগামী ২ দিনে রাতের দিকের তাপমাত্রা দু’ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে এই আবহাওয়া বেশি দিন স্থায়ী হবে না। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি । এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ।

দক্ষিণবঙ্গের অন্যান্য জায়গার আবহাওয়া শুষ্ক থাকলেও উত্তরবঙ্গের দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টিপাত হতে পারে জানিয়েছে হাওয়া অফিস।

Free Access

Related Articles