কলকাতা

থানায় রহস্যমৃত্যুতে হাই কোর্টের দ্বারস্থ, সিসিটিভি প্রকাশের দাবি পরিবারের

Amherst Street Case

The Truth of Bengal: জেরার সময় থানায় ঠিক কী ঘটেছিল, তা জানতে সিসিটিভি প্রকাশের দাবি জানিয়েছে মৃত যুবকের পরিবার। এই দাবিতে হাইকোর্টের দ্বারস্থ মৃতের পরিবার। হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবির পাশাপাশি মৃতের পরিবারের আরও দাবি, পুলিশ মর্গে ময়না তদন্তের বদলে কোনও নিরপেক্ষ হাসপাতালে ময়নাতদন্ত হোক। গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফিও যেন করা হয়।

বুধবার সন্ধ্যায় আমহার্স্ট স্ট্রিট থানায় এক যুবকের রহস্যমৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল। অশোক সাউ নামে ওই যুবককে জেরার জন্য থানায় ডাকা হয়। কয়েক ঘণ্টা পরেই থানা থেকে উদ্ধার হয় তাঁরা দেহ। পরিবারের দাবি, জেরা চলাকালীন মৃত্যু হয় অশোকের। জেরার সময় তাঁকে মারধরেরও অভিযোগ আনে পরিবার। বুধবার সন্ধ্যায় কলেজ স্ট্রিট অবরোধ করে ওই যুবকের পরিবার। অবরোধে শামিল হয় বিজেপি। সেই ঘটনার জের চলে পরদিনও।

ওই যুবকের দেহ উদ্ধারের ঘটনায় পুলিশের বিরুদ্ধে পিটিয়ে মেরে ফেলার অভিযোগে এখনও অনড় আছে পরিবার। তাই জেরার সময়কার সিসিটিভি ফুটেজ দেখতে চাইছে পরিবার। কিন্তু থানার পক্ষ থেকে সেই ফুটেজ এখনও তাদের দেওয়া হয়নি বলে দাবি। এই বিষয়টি জানানোর পাশাপাশি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে পরিবার আরও দাবি করেছে, মৃত যুবকের ময়নাতদন্ত কোনও নিরপেক্ষ হাসপাতালে করা হোক। হাই কোর্ট যেন এই অনুমতি দেয়। সেই মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে।

Related Articles