১০ দফা দাবিতে অনড়, আরজি করে গণ ইস্তফা সিনিয়র চিকিৎসকদের
Adamant on 10-point demand, requested mass resignation of senior doctors

Truth Of Bengal: আরজি কর হাসপাতালের জুনিয়র ডাক্তাররা ধর্মতলায় তাদের ১০ দফা দাবি নিয়ে অনশন করছেন। এই আন্দোলনে তাদের সমর্থন জানিয়ে সিনিয়র ডাক্তাররা গণ ইস্তফা দিয়েছেন।
১০ দফা দাবিতে অনড়, আরজি করে গণ ইস্তফা সিনিয়র চিকিৎসকদের pic.twitter.com/sf88qo2HDT
— TOB DIGITAL (@DigitalTob) October 8, 2024
জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে সিনিয়র চিকিৎসকরা বড় পদক্ষেপ নিয়েছেন। আর জি কর হাসপাতালের ৫০ জন ডাক্তার গণইস্তফা দিয়েছেন, যার মধ্যে বিভাগীয় প্রধানরাও রয়েছেন। এই পদক্ষেপে সরকারের উপর চাপ বাড়াতে এসএসকেএম, এনআরএস-সহ অন্যান্য মেডিক্যাল কলেজের চিকিৎসকরাও একই পথে হাঁটতে পারেন। এতে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের অনশন শুরু হয়েছে, যোগদানকারীর সংখ্যা বাড়ছে। সিনিয়র চিকিৎসকরা তাদের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে অনশন মঞ্চে যোগ দিয়েছেন। আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তনীরা এই অনশনে যোগ দিয়েছেন। সিনিয়র চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছে, তারা জুনিয়র চিকিৎসকদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছেন এবং তাদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করছেন। সরকার জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে না নেওয়ায় এবং আন্দোলনকারীদের উপর পুলিশের অত্যাচার চলার অভিযোগে তারা প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৯টা পর্যন্ত বারো ঘন্টা রিলে অনশন করবেন।