কলকাতা

ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি যাত্রা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Abhishek Banerjee's trip to Delhi to attend the India Alliance meeting

The Truth of Bengal: দেশজুড়ে বিজেপির হাওয়া কাজ করেনি।রাম আবেগ থেকে সিএএ,কোনও ইস্যুই সেভাবে রেখাপাত করেনি দেশবাসীর মনে।লোকসভা ভোটের ফলাফল দেখে একথাই বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।তাই বিজেপিকে ২৪০আসনে সীমাবদ্ধ থাকতে হয়েছে।এখন শরিক নির্ভর হয়ে পড়েছেন মোদি –শাহরা।সেজন্য ভোটের ফল বেরোনোর পর তড়িঘড়ি নীতীশকুমারও চন্দ্রবাবু নাইডুকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

জেডিইউ ও টিডিপির-২৮টির বেশি সাংসদে্র হাতেই রয়েছে চাবিকাঠি। জাতীয় রাজনীতির চলতি হাওয়া বুঝে ইণ্ডিয়া জোট এবার কোমর বাঁধতে শুরু করেছে।বুধবার দিল্লিতে ইণ্ডিয়া জোটের বৈঠকে।সেই বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।দুপুর ১টার ফ্লাইটে দিল্লি যাত্রার সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক।তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি যাত্রা বাড়তি গুরুত্ব বহন করছে।

মঙ্গলবারই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন,বিকল্প জোট বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখার চেষ্টা করবে। সেইমতো অভিষেক বন্দ্যোপাধ্যায় ইণ্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা পৌঁছে দিতে যাচ্ছেন।এদিকে, ফ্লাইটে নীতীশের সঙ্গে তেজস্বীর দিল্লি যাত্রা ভিন্ন রাজনৈতিক তাত্পর্য বহন করছে।জাতীয় রাজনীতিতে অবিজেপি আঞ্চলিক দলগুলো যে নির্ণায়ক ভূমিকা পালন করতে চলেছে তাও পরিষ্কার বলা যায়।

Related Articles