কলকাতা

কেন্দ্রকে সময় বেঁধে দিলেন অভিষেক, ৩১ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না নিলে বড় আন্দোলনের হুঁশিয়ারি

রাজ্যপাল ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন

The Truth of Bengal: রাজ্যপাল সিভি আনন্দ বোস প্রতিশ্রুতি দিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেবে। রাজ্যপালের প্রতিশ্রুতিতে খুশি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই রাজভবনের সামনে থেকে ধর্না প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন তিনি। পাশাপাশি কেন্দ্রকে সময় বেঁধে দিয়ে বড় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়ে রাখলেন।

একশো দিনের কাজের টাকাসহ একাধিক প্রকল্পের বকেয়া নিয়ে জোরালো আন্দোলনে নেমেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে দিল্লি, তারপর রাজভবন। আন্দোলনের পঞ্চম দিনেই অভিষেকের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। অভিষেক জানিয়েছে, রাজ্যপাল ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এমনকী তিনি দিল্লিও গিয়েছেন। তাই দলের সুপ্রিমোর সঙ্গে কথা বলার পর এবং দলের বর্ষীয়ান নেতাদের আবেদন মেনে ধর্না প্রত্যাহার করছেন।

যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়, হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “৩১ অক্টোবরের মধ্যে রাজ্যপালের তরফ থেকে কোনও ইতিবাচক পদক্ষেপ না দেখি বা কেন্দ্রের যদি কোনও সদুত্তর না আসে, তাহলে ১ নভেম্বর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আরও বৃহত্তর আন্দোলন করা হবে।” অর্থাৎ তাঁর স্পষ্ট বার্তা, যতদিন না মানুষের প্রাপ্য টাকা আসছে, ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। সোমবার রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর কিছুটা হলেও আশ্বস্ত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, রাজ্যপাল তাঁদের সঙ্গে ভাল ব্যবহার করেছেন এবং তাঁদের দাবি ‘ন্যায্য’ বলেই মেনে নিয়েছেন।  অভিষেকের দাবি, রাজ্যপাল ২৪ ঘণ্টার মধ্যেই বিষয়টি নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা করারও আশ্বাস দিয়েছেন। প্রসঙ্গত, রাজভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরই দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার সিদ্ধান্ত নেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

Related Articles