‘পারলে আটকে দেখান’, এক্স হ্যান্ডেলে ইডির নোটিসকে চ্যালেঞ্জ অভিষেকের
দিল্লির কর্মসূচিতে যোগ দেবেন অভিষেক

The truth of Bengal: ৩ অক্টোবর ইডি দফতরে হাজিরা দিচ্ছেন না তিনি, এক্স হ্যান্ডেলে এমনটাই জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২ এবং ৩ অক্টোবর পূর্বনির্ধারিত দিল্লি কর্মসূচিতেই যোগ দেবেন অভিষেক।
বকেয়া পাওনার দাবি রাজধানীতে বড় আন্দোলনের ডাক দিয়েছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২ এবং ৩ অক্টোবর রাজধানীতে সেই মহাকর্মসূচি পালনের কথা। দলের তরফে প্রস্তুতিও প্রায় তুঙ্গে। সেই কর্মসূচিতেই যোগ দেবেন তিনি। গত বৃহস্পতিবার ঠিক একই দিনে তাঁকে হাজিরা দেওয়ার নোটিস জারি করে। এরপরেই অভিষেক বার্তা দিয়েছিলেন, তাঁকে আটকাতেই কেন্দ্র এমন কাজ করছে। যদিও তিনি এক্স হ্যান্ডেলে সরাসরি জানিয়ে দিলেন, আগামী ৩ তারিখ তিনি রাজধানীতেই আন্দোলনের কর্মসূচিতে উপস্থিত থাকবেন।
বিস্তারিত আসছে… পুরো খবর জানতে একবার রিফ্রেস করুন
Free Access