
The Truth Of Bengal : ভোটের প্রচারে সরগরম রাজ্যের পাশাপাশি শহর কলকাতাও। কলকাতার দুটি কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়ছেন তাদের আগের দুই জয়ী প্রার্থী। উত্তর কলকাতায় লড়ছেন বর্ষীয়ান সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর থেকে তিনি প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন।
তাঁর হয়ে সর্বশক্তি দিয়ে প্রচার চালাচ্ছেন দলের যুব থেকে শুরু করে সমস্ত স্তরের নেতা-কর্মীরা। দেওয়াল লিখন, পোস্টার, হোর্ডিং থেকে শুরু করে মানুষের কাছে যাওয়া– সব চলছে।এবার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রাস্তায় নামল একটি সুসজ্জিত প্রচার ট্যাবলো। বৃহস্পতিবার উত্তর কলকাতার তৃণমূল যুব সভাপতি শান্তিরঞ্জন কুণ্ডুর উদ্যোগে ওই সুসজ্জিত ট্যাবলো প্রচার ভ্যানের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় স্বয়ং। এই প্রচার ট্যাবলো ভ্যানটি উত্তর কলকাতার ৬০টি ওয়ার্ডে নির্বাচনী প্রচার করবে। এক এক দিন এক একটি এলাকায় ঘুরে ঘুরে প্রচার চালানো হবে। দলীয় প্রতীক ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে সাজানো ট্যাবলোটিতে আবার বিপুল ভোটে তৃণমূলকে জেতানোর আবেদন করা হয়েছে। এখনও পর্যন্ত প্রচারে সবদিক থেকে এখানে এগিয়ে আছে তৃণমূল।