কলকাতা

নববর্ষের সন্ধ্যায় চিনার পার্কে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বেশ কয়েকটি দোকান

A terrible fire broke out near New Town Chinar Park

The Truth of Bengal: নববর্ষের সন্ধ্যায় চিনার পার্কের রেস্তরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ডে। আগুনে পুড়ে ছাই বেশ কয়েকটি দোকান ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন। বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে বলে স্থানীয় লোকের দাবি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। আচমকাই ওই এলাকার একটি রেস্তরাঁয় দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে। আতঙ্কিত হয়ে পড়েন ভিতরে থাকা সকলেই। অগ্নিকাণ্ডের খবর কানে যাওয়া মাত্রই রেস্তরাঁ থেকে বেরনোর জন্য হুড়োহুড়ি পড়ে যায়। রেস্তরাঁ কর্মীরাই প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত লাগান।

Related Articles