কলকাতা

প্রথম দিনের কলকাতা পৌর সংস্থায় সিসিটিভিতে ধরা পড়ল এক জালিয়াত

A fraud was caught on CCTV in Kolkata Municipal Corporation on the first day

The Truth Of Bengal : কলকাতা পৌর সংস্থায় সিসিটিভিতে ধরা পড়ল এক জালিয়াত। জানা গেছে কলকাতা পৌর সংস্থার প্রথম দিনই বায়োমেট্রিক চালু হয়েছিল। সংস্থার ফেস রিকগনিশন বায়োমেট্রিক সিস্টেমে ধরা পড়ল এক জলিয়াতের ছবি।  বিনা বাধায় প্রবেশ করে ক্যানিং স্ট্রিটের একটা খেলনার দোকানের মালিকের হাজার হাজার টাকা উদাও করে নিয়েছিল এই ব্যাক্তি। নিজেকে এই দোকান ইলেকট্রিক সাপ্লাই এর আধিকারিক পরিচয় দিয়ে ক্যানিং স্ট্রিটের বাগ্রী মার্কেটের একটু খেলনার দোকান থেকে ইলেকট্রিক বিল বাবদ ৭ হাজার ৬০০ টাকা দাবি করে এবং বলে যদি তিনি আজকে বকেয়া বিল না দিকে আজকে রাতেই তার ইলেকট্রিক সাপ্লাই বন্ধ হয়ে যাবে। আর ভয় পেয়ে সেই দোকানদার সেই টাকা এই জালিয়াত ব্যাক্তির হতে তুলে দেন।

দোকান মালিক তার কর্মচারীকে সেই ব্যাক্তির সঙ্গে দিয়ে বলেন ওই ব্যাক্তির সঙ্গে যেতে। মঙ্গলবার আর এই ব্যাক্তি CESC দফতরে না গিয়ে দোকানের কর্মচারীকে নিয়ে কলকাতা পৌর সংস্থায় ঢুকে পড়ে সেই জালিয়াত ব্যাক্তি। তাকে বলে আপনি অপেক্ষা করুন আমি দুতলায় টাকা জমা দিয়ে আসছি। এর পরেই চম্পট দেয় সেই জালিয়াত ব্যাক্তি। অনেক্ষন যখন ওই জালিয়াত ব্যাক্তি ফিরে না আসায় রাহুল গুপ্ত ওই দুজনের কর্মচারী কখন কলকাতা পৌর সংস্থার কর্মীদের জিজ্ঞাসা করেন যে এখনে কি CESC টাকা জমা দেওয়া হয়। তখনই পৌর কর্মীরা জানান যে এখনে কোনো টাকা ইলকট্রিক সাপ্লাই বাবদ নেওয়া হয় না। তার পরেই মাথায় হাত সেই দুজনের কর্মচারীর। তার পরেই তৎপরতার সঙ্গে পৌর কর্মীরা সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখেন। আর সেখানেই ধরা পড়ে এই জালিয়াত ব্যাক্তির ছবি যেখানে দেখা যায় কালো জ্যাকেট এবং কালো টিশার্ট পড়ে এই ব্যাক্তি টাকা পকেটে ভরে অন্য সিড়ি দিয়ে নেমে যাচ্ছে।

আর এই ঘটনার পরেই প্রশ্ন উঠেছে কলকাতা পৌর সংস্থার নিরাপত্তা নিয়ে। তাহলে কি করে নিরাপত্তা রক্ষীরা দের নাকের ডগা দিয়ে বহিরাগতরা কলকাতা পৌর সংস্থায় প্রবেশ করছে। যেখানে কোনো ব্যাক্তি পৌর সংস্থার ঢুকার আগে তার পরিচয় দিতে হয়। সেখানে এই জালিয়াত কি করে আর একজন কে নিয়ে কলকাতা পৌর সংস্থায় ঢুকল আর সেখানকার নিরাপত্তারক্ষীরা কিছুই টের পেলেন না। সেটা নিয়ে উঠছে প্রশ্ন। মঙ্গলবার এই ঘটনা জানাজানি হওয়ার পর জালিয়াত ব্যাক্তির খোঁজ শুরু হয়। কিন্তু ততক্ষন সেই ব্বেক্তি চম্পট দেয় কলকাতা পৌর সংস্থা থেকে। সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে কলকাতা পৌর সংস্থার পক্ষ থেকে তদন্তের জন্য নিউ মার্কেট থানায় জমা দেওয়া হয়েছে বলে কলকাতা পৌর সংস্থার সূত্রে খবর।

 

FREE ACCESS

Related Articles