চাকরি

পশ্চিমবঙ্গ কো-অপারেটিভ সার্ভিস কমিশন বিভিন্ন কো-অপারেটিভ সোসাইটিতে বিভিন্ন শূন্যপদে আধিকারিক নিয়োগ

West Bengal Cooperative Service Commission Recruitment of Officers for various vacancies in various Cooperative Societies

Truth Of Bengal : রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ কো-অপারেটিভ সার্ভিস কমিশন বিভিন্ন কো-অপারেটিভ সোসাইটিতে বিভিন্ন শূন্যপদে আধিকারিক নিয়োগ করবে। অনলাইনে অফিশিয়াল ওয়েবসাইট www.webcsc.org মারফত ৬ মার্চের মধ্যে আবেদন করতে হবে। মোট শূন্যপদ ১১।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, ঝাড়গ্রাম কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেডে ১টি শূন্যপদে অ্যাসিসট্যান্ট ম্যানেজার (অ্যাকাউন্টস) গ্রেড ২ বি পদে নিয়োগ করা হবে। মাসে বেতন মিলবে ৫৩,৫৩৫ টাকা করে। ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্ট্যান্সি নিয়ে বিকম অনার্স পাশ করতে হবে। কম্পিউটারে ডিপ্লোমা করতে হবে।

বিধাননগর হোলসেল কনজিউমার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডে অ্যাকাউন্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। মাসে বেতন মিলবে ২৫,৯৩০ টাকা করে। ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিকম অনার্স করতে হবে। ট্যালি নিয়ে বেসিক কম্পিউটারে জ্ঞান থাকতে হবে।

উত্তর ২৪ পরগনা কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেডে ১টি শূন্যপদে অ্যাসিসট্যান্ট ম্যানেজার (অ্যাকাউন্টস) গ্রেড ২ বি পদে নিয়োগ করা হবে। মাসে বেতন মিলবে ২০,০৩৭ টাকা করে। যে কোনো শাখায় স্নাতক ডিগ্রি থাকতে হবে। বেসিক কম্পিউটারে জ্ঞান থাকতে হবে।

বাল্টিকুরি কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডে ১টি শূন্যপদে অফিসার (গ্রুপ-বি) গ্রেড বি ২ পদে নিয়োগ করা হবে। মাসে বেতন মিলবে ৪২,১৯৩ টাকা করে। বিকম অনার্স ডিগ্রি থাকতে হবে। বেসিক কম্পিউটারে জ্ঞান থাকতে হবে।
জলপাইগুড়ি হোলসেল কনজিউমার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডে ১টি শূন্যপদে ম্যানেজার পদে নিয়োগ করা হবে। মাসে বেতন মিলবে ২০,৩৩৫ টাকা করে। বিকম ডিগ্রি থাকতে হবে। ট্যালি।নিয়ে বেসিক কম্পিউটারে জ্ঞান থাকতে হবে।

জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডে ২টি শূন্যপদে স্কেল-১ অফিসার পদে নিয়োগ করা হবে। মাসে বেতন মিলবে ৭১,৫৭৫ টাকা করে। কমপক্ষে ৫৫% নম্বর নিয়ে বিকম অনার্স ডিগ্রি থাকতে হবে। বেসিক কম্পিউটারে জ্ঞান থাকতে হবে।

মালদহ কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেডে ১টি শূন্যপদে ম্যানেজার (অ্যাকাউন্টস) পদে নিয়োগ করা হবে। মাসে বেতন মিলবে ৫৯,৭২৭ টাকা করে। বিকম ডিগ্রি থাকতে হবে। বেসিক কম্পিউটারে জ্ঞান থাকতে হবে। সিএ/সিএমএ/সিএস ইন্টারমিডিয়েট পাশ করতে হবে।

সমতা কো-অপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেডে ৩টি শূন্যপদে ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ করা হবে। মাসে বেতন মিলবে ৪২,৩৭১ টাকা করে। এমবিএ/এমসিএ ডিগ্রি থাকতে হবে। এমএস অফিস নিয়ে বেসিক কম্পিউটারে জ্ঞান থাকতে হবে। অসংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। নেট ব্যাঙ্কিং/ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/ইউপিআই মারফত ৬৫০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। তপশিলি জাতি চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ১৮-৪৫ বছরের মধ্যে। নেট ব্যাঙ্কিং/ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/ইউপিআই মারফত ২৫০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে।

কীভাবে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে

প্রথমে অনলাইনে কম্পিউটার বেসড পরীক্ষা হবে। বিষয় ভিত্তিক লিখিত পরীক্ষা ও কম্পিউটারে দক্ষতা যাচাইয়ের পরীক্ষা হবে। ইন্টারভিউ নেওয়া হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র, ছবি, সই সমেত স্ক্যান করে আপলোড করতে হবে।

Related Articles